Truth of Bengal: স্বামী বিবেকানন্দের উদ্যোগে বেলুড়মঠে শুরু হয়েছিল দুর্গাপুজো। বৈদিক প্রথা মেনে পুজোপাঠ করা হয় বেলুড়মঠে। সাবেকী রীতিকে মান্যতা দিয়ে এবারও মহামায়ার আরাধনার আয়োজন করা হয়েছে বেলুড়ে। তাই দূর দূরান্তের ভক্তরা এই পুজোয় অংশ নেন। মহাপুজো দেখার জন্য আসেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ বিশিষ্ট ব্যক্তিরাও। পৌরানিক রীতি মেনে পুজোপাঠ করা হয় দুর্গার।
বিশ্বাস করা হয় কৈলাস থেকে মা দুর্গা,মর্ত্যে আসেন।তাঁর ছেলেমেয়েদের নিয়ে। মর্ত্যের এই মহামায়ার আরাধনার জন্য ধর্মীয় অনুসঙ্গ মেনে চলা হয়। তাই পুজোপাঠের চিরাচরিত রীতি মেনে চলার আলাদা তোড়জোড় দেখা যায় বেলুড়মঠে। স্বামী বিবেকানন্দ এই বেলুড়মঠের পুজো শুরু করেন। বৈদিক প্রথা মেনেই এই পুজো শুরু করা হয়।
সাবেকী প্রথায় পুজো পাঠ দেখতে প্রচুর ভক্ত এই বিবেকানন্দের স্মৃতিধন্য এই পুজোয় আসেন। বেলুড়মঠের তরফে যে নির্ঘন্ট প্রকাশ করা হয় সেখানে জানানো হয়, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে।, মাতৃ আরাধনার দিনগুলোতে আগত ভক্ত ও দর্শকরা দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি দিতে পারবেন।
বেলুড় মঠের পক্ষ থেকে ভক্ত সমাগমের কথা মাথায় রেখে সব ধরণের ব্যবস্থা করা হয়। বৈদিক রীতি মেনে পুজো হওয়ায়া দর্শনার্থীদের মধ্যে।শুধু দেশের দর্শনার্থীরাই নয়,বিদেশী দর্শনার্থীরাও এই পুজো দেখার জন্য ভিড় জমান। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো পুজো ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তাই যাঁরা বেলুড়মঠে হাজির থাকতে পারছেন না,তাঁরা দূর থেকে দেবীকে দর্শন করতে পারছেন। বিবেকানন্দের স্মৃতিধন্য এই পুজোর পরম্পরা এখনও অটুট থাকায় আধ্যাত্মিকতার জগতে তাঁর আলাদা আবেদন রয়েছে বলা যায়। ধর্মীয় রীতি ও অনুসঙ্গ বজায় রাখার জন্য বেলুড়মঠ কর্তৃপক্ষ যথেষ্ট যত্নশীল বলা যায়।