বুদ্ধপূর্ণিমা উপলক্ষে নিউটাউনে মেগা স্বাস্থ্য শিবির
Mega health camp in Newtown on the occasion of Buddha Purnima

The Truth Of Bengal : জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে 23/05/2024 তারিখ সকাল ১০ টায় নিউটাউন থানা এলাকায় ঘুনি এফপি স্কুলে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্টিত হয়। এই শিবিরে 250 জনের অধিক রোগীর চক্ষুপরীক্ষা ও 197 জনকে চশমা বিতরণ ও 254 জনকে সাধারণ রোগের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
এই শিবিরটি সুন্দর ভাবে পরিচালনা করেন অনুপ কুমার মন্ডল, বিধান সরদার, জয়গ্রাম সোশাল ওয়েলফেয়ার সোসাইটির রাজারহাট কো-অর্ডিনেটর কানিজ ফাতেমা ও এই সোসাইটির সম্পদক আরিফুল ইসলাম মণ্ডল। মেগা স্বাস্থ্য শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফতাব উদ্দিন, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য, অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা রওশন আলম মাজাহিরি, সম্পাদক -জামপুর ইসলামিক এন্ড এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট ও সহসভাপতি অল ইন্ডিয়া তপশিলি ফেডারেশন। উপস্তিত ছিলেন মৃত্যুঞ্জয় মল্লিক-সভাপতি – অল ইন্ডিয়া তপশিলি ফেডারেশন।
এই ফেডারেশনে হাজির ছিলেন আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সইদ আলী -উপ-প্রধান, পারভীন সাবেরা সদস্য, জ্যাংডা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় স্বাস্থ্য শিবিরটি হওয়ায় স্থানীয় মানুষদের উৎসাহ চোখে পড়ে।