Uncategorizedদেশ

মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে উল্টে গেল লঞ্চ, মৃত ১৩

Launch overturns near Gateway of India in Mumbai, 13 dead

Truth Of Bengal: মুম্বইয়ে লঞ্চডুবি। দুর্ঘটনায় মৃত্যু ১৩ জনের। জানা যায় ঘটনাটি ঘটেছে, মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে।

নৌসেনার একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা মারে। জানা গিয়েছে, ফলে ১১০ জন যাত্রীসহ লঞ্চটি জলে ডুবে যায়। তবে লঞ্চের যাত্রীসংখ্যা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সাথে চলছে উদ্ধারকাজ।

তবে এখনও পর্যন্ত ৯৯ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত বলেও জানা গিয়েছি। স্থানীয় সূত্রে খবর, এখনও সাত থেকে আট জন যাত্রী নিখোঁজ।

প্রসঙ্গত, বুধবার গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে এই দুর্ঘটনাটি ঘটে। নৌসেনা সূত্রে খবর মিলেছে, স্পিডবোটের ইঞ্জিনে গোলমালের জেরেই এই দুর্ঘটনাটি ঘটে।

অন্যদিকে বৃহম্মুম্বই পৌরনিগম জানিয়েছে, গুরুতর পরিস্থিতির মধ্যে থাকা ৫ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনার ১১টি বোট এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে লঞ্চটির থেকে যাত্রীদের উদ্ধারকাজ শুরু হয়। পরবর্তীতে, চারটি হেলিকপ্টারও উদ্ধারকাজে যোগ দেয়।

Related Articles