ওড়ার মুহূর্তে বিপত্তি, ঘষটে গেল বিমানের পিছনের অংশ, অল্পের জন্য রক্ষা
IndiGo flight avoids huge accident after tail strikes ground leaving massive dent

Truth Of Bengal : ফের বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান। ওড়ার মুহূর্তে রানওয়েতে বেঙ্গালুরু গামী যাত্রীবাহী বিমানের পেছনের অংশ ঘষটে গেল। ফলে এক ধাক্কা অনুভূত হয় যাত্রীদের মধ্যে। এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। শেষমেষ বাতিল করে দেওয়া হয় উড়ান। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরে।
সূত্রের খবর, গত নয় সেপ্টেম্বর দিল্লি বিমানবন্দর থেকে উড়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ইন্দিগোর ওই বিমানটির বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার মুহূর্তেই ঘটলো বিপত্তি। বিমানের পেছনের অংশ মাটিতে ঘষটে যাওয়ায় প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তৎক্ষণা এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিষয়টি জানান বিমান চালক। শেষমেষ একপ্রকার বাধ্য হয়েই বাতিল করে দেওয়া হয় উড়ানটি। ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি। তবে সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের পেছনের অংশ। বিমানের নিম্ন অংশে নীল রংয়ের স্তর উঠে গিয়ে সাদা কাঠামো উন্মুক্ত হয়ে পড়েছে। সেই চিত্র দেখে শিউরে উঠেছেন বিমান যাত্রীরা।
তবে ঠিক কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছেন ডিরেক্টরের জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। এছাড়াও ঘটনাটি কিভাবে ঘটল তার পৃথকভাবে তদন্ত শুরু করেছেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই চলছে বিমান কর্মীদের জিজ্ঞাসাবাদের কাজ। তবে এখনো পর্যন্ত ইন্ডিগো তরফ থেকে এই ঘটনা কোনো প্রতিক্রিয়া মেলেনি।