পুজোর আগেই সুখবর! উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি প্রকাশ
Good news before Puja! Publication of Counseling for Higher Primary Recruitment

Truth Of Bengal: ২৫ সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকের ২০১৬ সালের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। অস্থায়ী শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে। বাকি পদের জন্য মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি জারি করেছে।
১ অক্টোবর থেকে চাকরিপ্রার্থীরা কাউন্সেলিং-এর জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন। ৩ ও ৪ অক্টোবর পুজোর আগে কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। এই দুই দিনে প্রায় দুশোরও বেশি সফল চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হবে।
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২৮ অগাস্ট এসএসসি-কে নির্দেশ দিয়েছিল, ১৪ হাজারের বেশি শূন্যপদের জন্য এক মাসের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে।
উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটির অভিযোগে হাই কোর্টে মামলা হয়েছিল। ২০২৩ সালে ইন্টারভিউ থেকে অনুমানের ভিত্তিতে ১,৪৬৩ জনকে বাদ দেওয়া হয়। পরে এসএসসি চার বার খতিয়ে দেখে ৭৪ জনকে বাদ দেয়। কাউন্সেলিংয়ের সময় সংরক্ষণ নীতি মানা হয়নি, তফসিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল। ওএমআর শিটে গোলমালের আশঙ্কা প্রকাশ পেয়েছিল। সাত বছর পর হাই কোর্ট ১৪,০৫২টি পদের জন্য নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয়।