ফের পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২
Firearms recovered by the police again, arrested 2

The Truth Of Bengal: ফের পুলিশের জয়জয়কার মুর্শিদাবাদে। লোকসভা ভোটের আগে আবারো মুর্শিদাবাদের বেআইনি অস্ত্র উদ্ধার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত দত্তবরুটিয়া গ্রামে। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ গ্রেফতার হয়েছে দু’জন।
সুত্রের খবর, বৃহস্পতিবার মধ্যে রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত দত্তবরুটিয়া গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ গ্রেফতার করা হয় দুইজনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আনারুল সেখ বয়স ২৬ বছর ও খাইরুল বাসার এর বয়স অজানা। দুইজনের বাড়ি সালার থানার অন্তর্গত রেল লাইন পাড়া এলাকায়। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এদিকে আদালত সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ২৫ (1B). (a) /35 আগ্নেয়াস্ত্র ধারায় মামলা রুজু করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন জানান হয়েছে। শুক্রবার দুপুরে ধৃতকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
FREE ACCESS