Uncategorizedদেশ
Trending

বুধবার মধ্যরাতে অগ্নিকান্ড দিল্লির কারখানায়, দমকলের ২৫টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে…

Fire broke out in Delhi factory on Wednesday midnight, 25 fire engines brought the fire under control

The Truth Of Bengal: বুধবার মধ্যরাতে আচমকা অগ্নিকান্ড দিল্লির একটি কারখানায়। আগুনের ভয়াবহতায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাস্থলে  আসে দমকলের  ২৫টি ইঞ্জিন। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন  নিয়ন্ত্রনে আনতে সফল হয় দমকল বাহিনী।

বুধবার রাত ১টা ৪০ মিনিট নাগাদ আগুন লাগে। কীভাবে আগুন লাগে খতিয়ে দেখছে দমকল কর্মীরা। দিল্লির কারখানায় ভয়াবহ আগুন। বুধবার মধ্যরাতে কারখানায় হঠাৎ আগুন লাগায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য। ঘটনাটি দিল্লির সেক্টর ৩ এলাকায় বাওয়ানা শিল্পাঞ্চলের কাছে সাই ধর্মকান্তার একটি কারখানায় ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের ২৫টি ইঞ্জিন। বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বুধবার রাত ১টা ৪০ মিনিট নাগাদ তাদের কাছে কারখানায় আগুন লাগার খবর পৌঁছয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ২৫টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি বলে দমকল সূত্রে জানা গিয়েছে। তবে হঠাৎ কারখানার ভিতরে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

Free Access

Related Articles