কোন্নগরে দেব দীপাবলি ও রাস পূর্ণিমার যৌথ উৎসব,পূণ্য তিথিতে রাজরাজেশ্বরী মন্দির…
Joint festival of Dev Diwali and Ras Purnima in Konnagar,

The Truth Of Bengal: কোন্নগর রাজ রাজেশ্বরী মন্দির-সেবা মঠে একসঙ্গে আয়োজন হল দেব দীপাবলি ও রাস পূর্ণিমার উৎসব। এই উপলক্ষে দেব ও মাতার, রাজ ও রাজেশ্বরীর একই আধার রাজরাজেশ্বরীর মাতার বিশেষ পুজো সম্পন্ন হল। ভজন, নাম সংকীর্তন উৎসব চলছে মঠে। এই জোড়া উৎসবে শামিল হতে ঢল নামে ভক্তদের।
রাস পূর্ণিমার পূণ্য তিথিতে কোন্নগর রাজরাজেশ্বরী মহালক্ষ্মী মাতার মন্দিরে হিন্দু শাস্ত্র ও বিধি মেনে পালিত হল ‘দেব দীপাবলি ‘ উৎসব। শাস্ত্রবিধি অনুসারে রাসপূর্ণিমার পূণ্যতিথির সঙ্গে যুগ্ম মিলন ঘটল দেব দীপাবলির’। বারাণসীর এই বিশেষ পুজো হিন্দু শাস্ত্রমতে কার্তিক মাসে হয়ে থাকে। যার বিশেষ মহত্ত্ব হল অসুরের সংহারিত মহেশ্বরের অধিষ্ঠান এবং মাতা লক্ষীর কৃপা লাভ। বিশেষ তিথিতে শ্রীকৃষ্ণ ও লক্ষীস্বরূপীনি রাধারানির রাসলীলা হয়। এই উপলক্ষে দেব ও মাতার, রাজ ও রাজেশ্বরীর একই আধার রাজরাজেশ্বরীর মাতার বিশেষ পুজো সম্পন্ন হল। ভজন নাম সংকীর্তন উৎসব শুরু হয়েছে মঠে। ধনলক্ষ্মীর পুজো তথা দেব দীপাবলিকে কেন্দ্র করে সেজে উঠেছে রাজরাজেশ্বরী মন্দির ও মঠ। রাজরাজেশ্বরী সেবা মঠে চলছে লক্ষ্মীদেবীর আরাধনা।
প্রতি বছরের মতো এই বছরও রীতি ও নিষ্ঠা সঙ্গে মঠে পুজোপাঠ হচ্ছে। কোভিড পর্বের পর এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজ রাজেশ্বরী সেবা মঠ। তাই দূর দুরন্ত থেকে অগণিত ভক্ত সেবা মঠে মায়ের দর্শনে আসেন। এই দিন মাতা কালিকাদেবীকে সোনা-রূপো এবং স্ফটিকের অলংকারে সুসজ্জিত করা হয় এমন ভাবে, যেন স্বর্গের দেবী জাগ্রত রূপে এখানে বিরাজ করছেন। এছাড়া নারী এবং শিশু কন্যাদের প্রতি বিশেষ সম্মান ও দান ধ্যান করে মাতা লক্ষ্মীর অবস্থানকে জাগ্রত করা হয় এই মন্দিরে। দুপুরে সবাইকে মাতা লক্ষীভোগ প্রসাদ খাওয়ানো হয়। একজনও অভুক্ত অবস্থায় ফেরেননি এই মন্দির প্রাঙ্গণ থেকে।
Free Access