Uncategorized

ধারালো অস্ত্র দিয়ে যুবতীকে কুপিয়ে খুন! চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা

Uttar Dinajpur

The Truth of Bengal: ফের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার খিখিটোলা এলাকায় এক যুবতীকে কুপিয়ে খুন। বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দুরে একটি মাঠ থেকে উদ্ধার যুবতীর দেহ। মৃত ওই যুবতীর নাম তইবা খাতুন (১৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল ওই যুবতী বলে দাবি।

বুধবার বিকালে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দুরে একটি মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবতীর দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু। স্থানীয়দের দাবি ওই যুবতীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

তবে কারা কি কারণে ওই যুবতীকে খুন করা হলো তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার আই সি পিনাকী সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Free Access

Related Articles