মাকে কুপিয়ে খুন! কাঠগড়ায় গুণধর ছেলে
Cut the mother to death! Gundhar boy in Kathgara

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : মাকে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে খবর, সুকান্ত বিশ্বাস নামে এক যুবক তার মাকে হত্যা করে। যুবকের বয়স ৩২ বছর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ভীমপুর থানার সিভিক ভলেন্টিয়ার। কয়েক বছর ধরে মানসিক সমস্যা থাকার কারণে তাকে সিভিক ভলেন্টিয়ার এর কাজ থেকে অব্যাহতি দেয় পুলিশ। রবিবার রাতে তার মাকে নৃশংসভাবে খুন করে সে। তবে পুলিশের প্রাথমিক অনুমান মানসিক সমস্যার কারণেই ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে।
ঘটনা জানার পরই ভীমপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। যদিও ঘটনার পরই অভিযুক্ত যুবকের বাড়িতে পৌঁছেছে কৃষ্ণনগর বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল সহ পুলিশের উচ্চপদস্ত অধিকারিকরা। সোমবার সকাল থেকেই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। অন্যদিকে এই ঘটনার যাতে নতুন করে উশৃংখল পরিস্থিতি না দাঁড়ায় সেই দিকে নজর রেখেছে কৃষ্ণনগর পুলিশ জেলা।