Truth Of Bengal: ৯ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে তিন বছর পর অভিযুক্ত মামার সাজা ঘোষণা করলো আদালত। দশ বছরের সাজা ঘোষণা করলো কল্যাণী মহাকুমা আদালত।
৯ বছরের এক নাবালিকাকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে মামা। ঘটনাটি ২০২২ সালের ১৮ ই ফেব্রুয়ারির। পুতুল খেলার নাম করে শিশুটিকে ফাকা জায়গায় ডেকে নিয়ে যায় অভিজুক তো যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর স্কুল পাড়া এলাকায়। অভিযুক্তর নাম চিরঞ্জিত ধারা। বয়স ২৪।
নাবালিকার প্রতিবেশী মামা হিসেবে পরিচিত ছিল সে। যখন ওই নাবালিকাকে যৌন হেনস্তা করা সে বারবার চিৎকার করে তার মামাকে বারণ করা সত্ত্বেও চলতে থাকে নির্যাতন। এরপর ওই নাবালিকা বাড়িতে এসে পরিবারে কাছে গোটা ঘটনা জানায়। ঘটনার বিবরণ শুনে পরিবারের তরফ থেকে হরিণঘাটা থানায় অভিযুক্ত চিরঞ্জিত ভাড়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এরপর অভিযুক্ত চিরঞ্জিত ধারাকে গ্রেফতার করে পুলিশ। পক্স আইনে মামলাও রুজু করা হয়। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর শনিবার অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করে কল্যাণী মহাকুমা আদালত। অভিযুক্ত মামার দশ বছরের সাজা ঘোষণা করলো আদালত।
এ বিষয়ে আইনজীবী রিনা সরকার বলেন, ২২ সাল থেকে এই মামলাটি চলছিল। এই মামলাটিতে মোট ১২ জন সাক্ষী প্রদান করেছে। এরপরই আদালত সাজা ঘোষণা করে অভিযুক্তের বিরুদ্ধে।