Uncategorizedখেলা
Trending

আট বছর পর কলকাতায় বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, আবেগ ঘন ক্লাইভ লয়েড

Clive Lloyd, the West Indies captain who won the World Cup in Kolkata eight years later

The Truth Of Bengal: কলকাতায় এলেন ক্লাইভ লয়েড। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক যখন  দমদম বিমানবন্দরে পা রাখলেন, তখনও শীতের সকালে সেভাবে আড়মোড়াই ভাঙেনি শহর।

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিনে পূর্ব বর্ধমানের সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনালে হাজির থাকবেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি।২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সময় কলকাতায় এসেছিলেন শেষবার। গায়ানা, লন্ডন, দুবাই হয়ে  দমদম বিমানবন্দরে পৌঁছন লয়েড। দীর্ঘ বিমানযাত্রার ধকলের ছাপই ছিল না বিশ্বকাপের প্রথম দুই সংস্করণের চ্যাম্পিয়নের চোখেমুখে। তিরাশির বিশ্বকাপে লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই কাপ জিতেছিল কপিল দেবের ভারত।সেই কলকাতাতেই প্রায় ৮ বছর পর এলেন লয়েড। সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুরজিৎ বক্সী লয়েডকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করেন। যা সফল হয় ‌ ।

বিমানবন্দরে সাতসকাল থেকেই লয়েডের অপেক্ষায় উপস্থিত ছিলেন কয়েকজন গুণমুগ্ধ।  কেউ ক্যামেরা বের করে ছবি তোলেন, কেউ আবার অটোগ্রাফ নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। দীর্ঘ বিমানযাত্রার পর লয়েড হাসিমুখেই বিমানবন্দরের গেট দিয়ে বেরিয়েছেন। এটাই সবচেয়ে খুশির খবর। লয়েড এসে জানিয়েছেন, তিনিও এই সফরে খুশি। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি যখন হোটেলের দিকে যাচ্ছেন তখন গাড়িতে বসে কল্লোলিনী তিলোত্তমাকে দেখে বলেছেন, বিউটিফুল সিটি।ইডেন ও কলকাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতার মানুষের মধ্যে  অনেকেই আছেন  খুব ক্রীড়াপ্রেমী। সেটা ফুটবল হোক বা ক্রিকেটে। খেলা এখানকার মানুষ  খুব  ভালোবাসে।

Free Access

Related Articles