Uncategorizedকলকাতা

১৯ জুন কালিগঞ্জে উপনির্বাচন, নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন

By-elections in Kaliganj on June 19, Central Election Commission issues guidelines

Truth Of Bengal: জয় চক্রবর্তী: আগামী মাসের ১৯ তারিখ কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করল। পশ্চিমবঙ্গের কালিগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ মারা গিয়েছেন। ফলে বিধানসভা আসনটি খালি হয়ে যায়।


সেখানেই উপ নির্বাচন করার সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। ১৯ জুন সেই উপনির্বাচন হবে। ২৩ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। জুন মাসের ২ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৫ জুন মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন। এরপর ১৯ জুন সকাল সাতটা থেকে কালিগঞ্জের সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। গণনা হবে ২৩ জুন। সম্পূর্ণ ভোট প্রক্রিয়া শেষ হবে ২৫ শে জুন। নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

Related Articles