Uncategorized

২০৫০-এর মধ্যে ভিটেমাটি হারাতে পারেন দক্ষিণ এশিয়ার মানুষ! কেন ?

By 2050, the people of South Asia may lose their land! Why?

The Truth Of Bengal: হাতে গুনে আর ২৫ বছর আর তারমধ্যেই ভিটেমাটি হারাতে পারেন দক্ষিণ এশিয়ার প্রায় ৬ কোটি মানুষ ? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আর এবার এমনটাই ধরা পড়েছে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া-এর একটি রিপোর্টে। রিপোর্টে বলা হচ্ছে, ২০৫০ সালের মধ্যেই ঘরবাড়ি হারাতে পারেন ৬ কোটি মানুষ।

ক্যানসা-র রিপোর্ট বলছে, জলবায়ুর ধীর পরিবর্তন ক্রমশ চরমভাবাপন্নের দিকে যাওয়ার ফলে এই বছরেই ১.৪ কোটি ভারতীয় ভিন জায়গায় পাড়ি দিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন কারখানা থেকে নির্গত দূষিত গ্যাসের পরিমাণ না কমলে আগামী কিছুদিনেই আবহাওয়ার গড় উষ্ণতা বাড়তে পারে প্রায় ৩.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যার জেরে বাড়বে শরণার্থী সমস্যাও।

অপরদিকে, এই প্রসঙ্গে বলতে গিয়ে ব্রায়ান জোন্স জানান, ‘রিপোর্ট প্রস্তুতির ক্ষেত্রে বৃহৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশান্তরে আসা মানুষদের হিসাবের আওতায় আনা হয়নি। তা হলে সামগ্রিক চেহারা আরও ভয়াবহ হতো।’ শুধুমাত্র তাই-ই নয়, এর প্রভাবে অবশ্য অর্থনৈতিক বাজারও ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হতে চলেছে। আর এবার এই প্রভাব দীর্ঘস্থায়ী হয় নাকি মেটানো সম্ভবপর হয়, এখন সেটাই দেখার।