
The Truth of Bengal: সামনেই লোকসভা নির্বাচন, মেয়াদ শেষের আগে শেষবারের মতো বাজেট পেশ করবে মোদি সরকার। এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নির্বাচনের আগে এই অন্তবর্তী বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ। বলা বাহুল্য, ২৪-এর নির্বাচনে আগে বিজেপির কাছে তরুপের তাস হয়ে উঠতে পারে এই বাজেট পেশ। অর্থনীতিবিদদের মতে, কর কাঠামোয় ছাড় দিতে পারেন মোদি সরকার।
আজ নতুন সংসদ ভবনে প্রথমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সঙ্গে টানা ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। যা কার্যত নজিরবিহীন বিষয়। কারণ এই বাজেট পেশের মাধ্যমে তিনি ছাপিয়ে যাবেন অরুণ জেটলি, মনমোহন সিংহ, পি চিদম্বরম, যশবন্ত সিন্হার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের। এরা প্রত্যেকেই টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন।
নির্মলা সীতারমণ ষষ্ঠবার বাজেট পেশ করে জায়গা করে নেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পাশে। দু’দফার অর্থমন্ত্রী থাকার সময়ে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন দেশাই। এর মধ্যে ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত টানা ছ’বার। যেগুলির পাঁচটি ছিল পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট।
Free Access