The Truth Of Bengal : প্রথমবার বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারক সংস্থা রোলস-রয়েস, যার নাম – Spectre EV। দাম শুরু ৭.৫ কোটি টাকা (এক্স-শোরুম) থেকে। দামের নিরিখে এটিই বর্তমানে ভারতের সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি।
Rolls-Royce Spectre EV আদতে একটি দুই দরজার ক্যুপ মডেল। ২০২২-এ এটি আন্তর্জাতিক বাজারে প্রথম লঞ্চ হয়েছিল। গাড়িটিতে ১০২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকআপ মিলবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ করলে ৫৩০ কিলোমিটার পথ ছুটবে বলে দাবি সংস্থার। ডুয়েল ইলেকট্রিক মোটর থেকে উৎপন্ন হবে ৫৭৭ বিএইচপি এবং ৯০০ এনএম টর্ক। গাড়িটি মাত্র ৪.৫ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘন্টার গতি তুলতে সক্ষম।
Rolls-Royce Spectre অল অ্যালুমিনিয়াম স্পেস ফ্রেম আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে Phantom Coupe-এর মতো স্প্লিট হেড ল্যাম্প। গাড়িটির সামনে রয়েছে আল্ট্রা স্লিম এলইডি ডে টাইম রানিং লাইট। ভেতরে ডোর প্যাড এবং রুফে রয়েছে স্টার লাইট। এছাড়া দেওয়া হয়েছে ইলুমিনেটেড Spectre নেমপ্লেট। যেখানে ৫,৫০০-র বেশি তারার মতো ইলুমিনেশন নজরে পড়বে। গাড়িতে ফোর হুইল স্টিয়ারিং আর নতুন আরামদায়ক ও লাক্সারি সিটের সুবিধা মিলবে।
FREE ACCESS