চেয়ারম্যানের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে
A young man has been accused of extorting money by impersonating the chairman.

Truth of Bengal: কোন্ননগর পৌরসভার চেয়ারম্যানের নাম করে তলাবাজির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চেয়ারম্যানের নাম ভাঙিয়ে অনৈতিকভাবে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে তোলাবাজির করতো সে। পৌরসভা থেকে ঘটনাটি নিয়ে অগ্রগতির জন্য কোন্নগর পুলিশ ফাঁড়ির কাছে পাঠানো হয়।
অভিযুক্ত যুবকের নাম প্রসেনজিৎ ধর। তার বিরুদ্ধে অভিযোগ যে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে অনৈতিকভাবে এলাকার স্থানীয় বাসিন্দাদের থেকে তোলাবাজি করতো সে। ইতিমধ্যেই পিউ মান্না পৌরসভায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে কোন্নগর পৌরসভার পুরো প্রধান স্বপন দাস মহাশয় জানান, তার কাছে এক মহিলা আসেন। যার বাড়ি কোন্নগর আনন্দম এলাকায়। তিনি পৌরসভায় এসে লিখিতভাবে অভিযোগ জানান, চেয়ারম্যানের নাম করে মহিলাকে হুমকি দিয়ে ওই যুবক মোটা অংকের টাকা তোলাবাজি করেছে।
আতঙ্কিত মহিলা চেয়ারম্যানের কাছে এসে পুরো ঘটনাটি জানায় এবং লিখিত ভাবে অভিযোগ করেন। তারপরে পৌরসভার পক্ষ থেকে রেফার করা হয় এবং কোন্নগর ফাঁড়ির পুলিশকে তদন্ত করে দেখার জন্য বলেন পৌরপ্রধান।