বিরিয়ানির দোকানের আড়ালে চলত ডাকাতির ছক
A robbery plot was going on behind the scenes of a biryani shop.

Truth Of Bengal: ভালো সাজার জন্য খোলা হয়েছিলো বিরিয়ানির দোকান। সেই দোকানের আড়ালে লোকজন নিয়ে চালাত ডাকাতির ছক। কিন্তু শেষ রক্ষা আর হলো না। ধরা পড়তে হলো পুলিশের হাতে।
পুলিশ সূত্রে গিয়েছে, মিঠুন সাহা একাধিক লোককে মারধর করত এবং প্রভাব খাটাতো। কিন্তু, কোথায় আছে চোরের দশ দিন পুলিশের একদিন। পুলিশ গোপন সূত্রে খবর পায়, যে হিজলিয়া মোরে ডাকাতির উদ্দেশ্যে দশজন জড়ো হয়েছে। পুলিশ হানা দিয়ে তিনজনকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতি করা সরঞ্জাম।
গুন্ডাদের মধ্যে ছিলো মিঠুন সাহা, সুরজিৎ ঘোষ, এবং কালাচাঁদ দাস। এদের বাড়ি অশোকনগর এলাকায়। এদের মধ্যে মূল পান্ডা মিঠুন সাহা। এই নিয়ে এলাকারবাসীরা বলেন, “এই মিঠুন দাস এলাকায় বাজে ছেলে হিসেবে পরিচিত। আমরা মিঠুন সাহা এগেনস্টে থানায় ডেপুটেশন দিয়েছি। এই মিঠুন সাহা, পাড়ার একাধিক মহিলাকে উত্তপ্ত করত। পুলিশ গেলে পুলিশকে বাজে কথা বলে পাঠিয়ে দিত। আমরা এই মিঠুন সাহা কতোরতমো শাস্তি চাই।”