৩৫০ বছরের পুরনো পাতালেশ্বর শিব মন্দির, শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে এই মন্দির
350 year old Pataleshwar Shiva Temple

The Truth of Bengal: সত্যম শিবম সুন্দরম, শিব হল সত্য, শিব সৌন্দর্য। মহাশিবরাত্রি হল হিন্দু সম্প্রদায়ের একটি অতীব তাৎপর্যপূর্ণ ধর্মীয় আচার। যা পালন করে থাকেন মহিলারা। শিবচতুর্দশীর দিনে মহিলা-পুরুষ নির্বিশেষে উপবাস থেকে শিবরাত্রি উদযাপন করে থাকেন। শিবের আরাধনায় প্রতিবছর ফাল্গুন মাসের এই দিনটিতে মহা শিবরাত্রি উদযাপন করা হয়। শিবের আরাধনা করে তাঁর আশীর্বাদ লাভের চেষ্টা করেন সকলে। সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন কাটানোর প্রার্থনা করেন সকলে। শিব পুরাণে এ ভাবে জীবন কাটানোর পথ দেখানো হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিবমন্দিরগুলিতে উপচে পড়বে ভিড়। সবাই মেতে উঠবেন শিব-বন্দনায়। বাদ থাকবে না মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের পাতালেশ্বর শিব মন্দির। আনুমানিক ৩৫০ বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হলে প্রথমে ৬টি সিড়ি বেয়ে ওপরে উঠতে হবে। পরে ৭টি সিঁড়ি ভেঙে নিচে নেমে বাবা পাতালেশ্বর দর্শন করা যায়। শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে চলে দশ দিনব্যাপী অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা। মুর্শিদাবাদ জেলার এই মন্দিরে শিবরাত্রি উপলক্ষে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়।
শিবভক্তদের সমাগমে মন্দির চত্বর গমগম করে ওঠে। শুক্রবার শিবচতুর্দশী শুরু হবে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট ৫৮ সেকেন্ডে এবং শনিবার প্রায় সারাদিনই থাকবে শেষ হবে ৫টা ৪১ মিনিট ৫৭ সেকেন্ডে। দর্শনার্থীদের জন্য সারারাত মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে। মন্দির কর্তৃপক্ষের বার্তা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্যই এই মন্দির খোলা থাকে। এই মন্দিরে ভক্তরা এসে পায় অপার শান্তি। শিবরাত্রি উপলক্ষে যে কেউ আসতে পারেন কাশিমবাজারের পাতালেশ্বর শিব মন্দিরে।