Uncategorized

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ১৭

17 injured in a terrible road accident in Jhargram

The Truth Of Bengal, দেবব্রত বাগ-ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে বালিভাসা টোলপ্লাজার কাছে বাস ও ট্যাঙ্কারের মুখমখি সংঘর্ষ। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, ঝাড়গ্রামে ৬ নং জাতীয় সড়কে একই রাস্তায় ২ টি গাড়ি চলে আসায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে আহত হন প্রায় ১৭ জন বাস যাত্রী। এরপর জোরে আওয়াজ শুনে ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানিয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পুলিশ। তড়িঘড়ি তাঁরা পুলিশের গাড়ি ও রাস্তার কিছু প্যাসেঞ্জার গাড়িতে করে আহতদের মধ্যে ১৩ জন কে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। প্রব্রতিকালে বাকিদের ও আনা হয় হাসপাতালে।

তবে একই রুটে কীভাবে দুটি গাড়ি চলে এল তার তদন্ত শুরু করেছে পুলিশ। দূর্ঘটনার জেরে সাময়িক পথ অবরুদ্ধ হয়ে যায়। তবে পুলিশি তৎপরতায় ফের যান চলাচল শুরু হয়।

Related Articles