ভ্রমণ

দেশের কোথায় সবচেয়ে উঁচুতে দেখতে পাওয়া যায় অ্যাকুয়ারিয়াম?

Where can you see the highest aquarium in the country?

The Truth Of Bengal : পাহাড়ের রানি দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জ্যুলজিক্যাল পার্ক পর্যটকমহলে দারুণ জনপ্রিয়। এবার দার্জিলিংয়ের চিড়িয়াখানার সাফল্যের মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, খুব শিগগিরই দার্জিলিংয়ের চিড়িয়াখানায় বসতে চলেছে বিশাল অ্যাকুয়ারিয়াম। এটিই হবে ভারতের সবচেয়ে উঁচু জায়গায় বসানো অ্যাকুয়ারিয়াম। High altitude এই অ্যাকুয়ারিয়ামে নানান প্রজাতির রঙিন মাছ রাখা হবে। আপাতত ৫৫ মিটার ব্যাস আয়তনের একটি অ্যাকুয়ারিয়াম চিড়িয়াখানার সরীসৃপের জন্য নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে।

সেই অ্যাকুয়ারিয়ামে আপাতত সাধারণ মাছ রাখা হয়েছে। নতুন ইংরেজি বছরের শুরুতেই দার্জিলিংয়ের চিড়িয়াখানায় দেখা মিলবে এক জোড়া সাইবেরিয়ান বাঘের। ১০ জানুয়ারি থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় দেখা যাবে লারা ও আকামাস নামে ২টি সাইবেরিয়ান বাঘের। সাইপ্রাস থেকে আনা হয়েছে তাদের। এছাড়াও বিদেশ থেকে আনা হয়েছে ২টি রেড পান্ডাকেও। নতুন বছরে চিড়িয়াখানায় দর্শকরা ২টি সাইবেরিয়ার বাঘ ও ২টি রেড পান্ডা দেখতে পাবে।

চিড়িয়াখানার অধিকর্তা বাসবরাজ হোলেইয়াচি জানান, নতুন বছরে আমরা রেপ্টাইল হাউজকে সিঙ্গল এন্ড অ্যাকুয়ারিয়ামে বদলানোর পরিকল্পনা করেছি। রেপ্টাইল হাউজে আপাতত ইন্ডিয়ান রক পাইথন, রাসেল ভাইপার, স্যান্ড বোয়ার মতো বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। কিন্তু শীতকালে সরীসৃপরা শীতঘুমে থাকে তাই দর্শকদের মনোরঞ্জনের কথা ভেবে রেপ্টাইল হাউজেই বসানো হবে অ্যাকুয়ারিয়াম।

FREE ACCESS

Related Articles