ভ্রমণ

গোনাগুনতি ছুটিতে গন্তব্য জজহাতু

West Bengal Tourisam

The Truth of Bengal: হাতে গোনাগুনতি কয়েকদিনের ছুটি রয়েছে? ভাবছেন কোথায় ঘুরতে যাওয়া যায়?  যেতে পারেন জজহাতুতে।জজহাতু পুরুলিয়ায় অবস্থিত। এই গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। জজহাতুতে গেলে কেবল প্রকৃতির সান্নিধ্যই নয়, আদিবাসী সম্প্রদায়ের মানুষের সহজ-সরল জীবনও উপভোগ করতে পারবেন। জজহাতু সংলগ্ন তিনটি পাহাড় রয়েছে। এই তিনটি পাহাড়ের নাম সিন্দ্রিয়া, জারিয়া এবং কীর্তনিয়া।জজহাতুতে গেলে অবশ্যই দেখবেন লাকরাকুঁদি বাঁধ।

লাকড়া শব্দর অর্থ নেকড়ে। আর কুঁদি শব্দের অর্থ পুঁতে ফেলা। কথিত আছে, অনেককাল আগে এখানে নেকড়ে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। সেইসূত্রে এই জায়গার নাম হয়েছে লাকরাকুঁদি বাঁধ। লাকরাকুঁদি বাঁধ তৈরি হয়েছে জারিয়া, সিন্দ্রিয়া এবং কীর্তনিয়া পাহাড় গড়িয়ে নেমে আসা জলে।এছাড়া কাছেই রয়েছে পাদরি বাঁধ। এটি সবুজ পাহাড়ে ঘেরা জলাধার। বাঁধের চারপাশের মনোরম পরিবেশ পর্যটকদের শরীর-মনকেও বিশ্রাম দেবে।জজহাতুর কাছেই আরেকটি বাঁধ রয়েছে। এই বাঁধের নাম নরোহারা বাঁধ।

বাঁধ সংলগ্ন এলাকা থেকে সূর্যাস্ত দর্শন জীবনের এক প্রাপ্তি হতে পারে।এবার আপনাদের জানিয়ে রাখি, কীভাবে যাবেন জজহাতুতে। হাওড়া থেকে রাঁচি-হাতিয়া এক্সপ্রেস ধরে মুরি জংশন যেতে পারেন। এরপর সেখান থেকে সড়কপথে গাড়িতে জজহাতু ২৪ কিলোমিটারের রাস্তা।আদ্রা-চক্রধরপুর প্যাসেঞ্জার ধরে পুরুলিয়া হয়ে জজহাতুতে যেতে পারেন। তাছাড়া সড়কপথে যদি জজহাতুতে যেতে চান, সেক্ষেত্রে জজহাতুতে যেতে পারেন বর্ধমান, আসানসোল, কোটশিলা, ঝালদা হয়েও।

Free Access

Related Articles