ভ্রমণ

পাইন পাতার চায়ে চুমুক দিতে চান? পৌঁছে যান কালেজ ভ্যালি

Want to sip pine leaf tea? Head to College Valley

Truth Of Bengal : বাঙালিরা ছুটি পেলেই প্ল্যান করে ঘুরতে যাওয়ার। নতুন নতুন গন্তব্যে যেতে বাঙালিরা বেশি পছন্দ করেন। তবে কাছাকাছি ঘুরতে যাওয়ার ঠিকানা বললেই প্রথম মাথায় আসে দার্জিলিং এর নাম। যেখানে কান পাতলেই শোনা যায় টয়ট্রেনের শব্দ। হাত বাড়ালেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার হাতছানি। কোথাও মেঘেদের লুকোচুরি আবার কোথাও শায়িত বুদ্ধ। কিন্তু দার্জিলিং এখন বড্ড ঘিঞ্জি। দু দণ্ড দাঁড়ানোর জায়গা থাকেনা। তাহলে যাবেনটা কোথায়? যেখানে গেলে আপনাকে কেউ খুঁজে পাবেনা। পৌঁছে যান একেবারে নতুন অফবিট ডেস্টিনেশন কালেজ ভ্যালিতে। যেখানে গেলে পর্যটকরা নিরাশ হবেন না, বরং প্রকৃতির সৌন্দর্য বারবার এই ভ্যালিতে টেনে নিয়ে আসবে।

এই ক্যালেজ ভ্যালি দার্জিলিং থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। আর শিলিগুড়ি থেকে এই ভ্যালির দূরত্ব ৭০ কিলোমিটার। আবার নিউ জলপাইগুড়ি থেকে এই উপত্যকার দূরত্ব ৫২ কিলোমিটার। সোনাদা হয়ে ঘুমের দিকে যাওয়ার পথে পড়বে এই সবুজ রঙের ভ্যালি। আসলে এই কালেজ ভ্যালির নাম হয়েছে কালেজ পাখি থেকে। এক সময় এই ভ্যালিতে ছিল প্রচুর কালেজ পাখি।

এই ভ্যালির মধ্যে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক জলপ্রপাত। যার নাম রেনবো ফলস। পাহাড়ের গা বেয়ে প্রবাহিত হচ্ছে জলপ্রপাত, আর সেই জলপ্রপাতের গায়ে আল্পনা এঁকে  দিয়ে গেছে রামধনু। এই কালেজ ভ্যালিতে এসে আপনি পাইন পাতা দিয়ে চাও চাইলে খেতে পারেন। এই পাইন পাতার চা একবার খেলে আপনার মন মেজাজ একদম চাঙ্গা হয়ে যাবে। চা বাগানও রয়েছে এখানে, আবার আপনি চাইলে এই কালেজ ভ্যালি থেকে ঘুরে আসতে পারবেন সোনাদা, তাকদা, তিনচুলে, ছোট মাঙ্গোয়া, পেশক, রঙ্গারুন ইত্যাদি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নানা জায়গা।

Related Articles