ভ্রমণ

পাহাড়ি নিরিবিলি অফবিট ডেস্টিনেশন যেতে চাইছেন? ঘুরে আসুন মেঘ পিয়নের দেশ মাঙ্গেরজং

Visit Mangerjung of West bengal Tourism

The Truth of Bengal: দার্জিলিং, কালিম্পং আর ডুয়ার্সে বারবার যেতে মন চাইছে না আপনার? কোনও পাহাড়ি নিরিবিলি অফবিট ডেস্টিনেশন যেতে চাইছেন, পৌঁছে যান কালিম্পঙের মাঙ্গেরজং এ। এই অপরূপ পাহাড়ি গন্তব্য কালিম্পং থেকে ১৯ কিমি দূরে অবস্থিত। এই পাহাড়ি ডেস্টিনেশনে গেলে আপনার আর বাড়ি ফিরে আসতে মন চাইবে না। চলুন দেখেনি পাহাড়ি এই গন্তব্যের কিছু নজর কাড়া দৃশ্য সারা দিনের ব্যস্ত ও কোলাহল যুক্ত জীবন থেকে সকলেই চান দূরে কোথাও গিয়ে পাহাড়ের কোলে মেঘ দেখতে দেখতে দু দণ্ড প্রশান্তিতে সময় কাটাতে। আর নিরিবিলি নির্জনতায় ভরা পাহাড়ি এক ছোট্ট গ্রামে এই রকম প্রশান্তিতে সময় কাটাতে চাইলে আপনাকে যেতে হবে কালিম্পঙের মাঙ্গেরজং এ। কালিম্পং থেকে ১৯ কিমি দূরেই রয়েছে এই ছোট্ট পাহাড়ি পরিবেশে ঘেরা গ্রাম মাঙ্গেরজং। যেখানে গিয়ে আপনি প্রকৃতির বর্ণময় রূপ দেখতে পারবেন। পাহাড়ের ঢালে এই অপরূপ শোভা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য।

পাহাড় মানেই সেখানে পেয়ে যাবেন বিশুদ্ধ শীতল আবহাওয়া। মাঙ্গেরজং এ দেখবেন নানা রঙের ও আকারের ছোট বড় নানা পতাকা। যারা এই শীতল হাওয়ায় অনবরত দোল খেয়ে যাচ্ছে। এখানে এক পাহাড়ের ঢালে রয়েছে একটি ভিউ পয়েন্ট। যেখানে গেলে দেখতে পাবেন দূরের পাহাড়ের অপরূপ দৃশ্য। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি পাহাড়ের ফাঁক থেকে সূর্যাস্ত দেখতে পাবেন। সূর্য যখন অস্ত যাবে আকাশের রং টা কোমলা রঙের দেখাবে। কোমলা রঙের আভায় তিস্তার পিছনে সবুজ জঙ্গলে ঢাকা পাহাড়ি উপত্যকার যে অপরূপ শোভা সেটা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা কঠিন। এই পাহাড়ের মাঝ বরাবর আঁকাবাঁকা পথে বয়ে যেতে দেখবেন তিস্তা নদী।

তিস্তা নদীর কুলুকুলু শব্দ শুনে আপনার মন প্রাণ একেবারে ভরে উঠবে। মাঝে মধ্যেই পাহাড়ের ঢালে দেখতে পাবেন সবুজ চা বাগানের বাগিচা। পাহাড় মানেই সেখানে নানা অজানা পাখি দেখার সুযোগ পাওয়া যায়। নানা অজানা পাখির পাশাপাশি দেখতে পাবেন নানা রঙের ফুল। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে গেলে পেয়ে যাবেন ট্রেকিং করার সুযোগ। মাঙ্গেরজং থেকে আপনি দেখে নিতে পারবেন দামসাং ফোর্ট, দ্য ক্রস হিল। ভাবছেন যাবেন কিভাবে? আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান রংপো। আর রংপো থেকে আরও একটি গাড়ি ভাড়া করে পৌঁছে যান মাঙ্গেরজং।

Related Articles