ভ্রমণ

গিরিখাতের মধ্যে দিয়ে ভ্রমণ রহস্য রোমাঞ্চে ভরা গুচ্ছুপানি গুহা

Travel through the canyon, the mysterious and thrilling Kuchupani Cave

Truth of Bengal: ভ্রমণে যেতে চান? ভাবছেন কোথায় যাবেন? পৌঁছে যেতে পারেন পাহাড়ের রানি দেরাদুনে। সেখানে রয়েছে গুচ্ছুপানি রবার্স কেভ। দুই গিরিখাতের মাঝে সরু হয়ে বয়ে চলেছে এক নদী। পাথরের উপর দিয়ে প্রবাহিত হওয়া সেই নদীর জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনি। জীবনে একবার স্বপ্ন সবার থাকে শৈল শহর দেরাদুনে যাওয়ার। দেরাদুনের প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ করে পর্যটকদের।

চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, কোথাও আবার সেই পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝর্না। মহাভারতে পাণ্ডব ও কৌরবদের গুরু দ্রোণাচার্যের বাসস্থান নাকি ছিল এই দেরাদুনেই। অনেকেই দেরাদুন কে বলে থাকে পাহাড়ের রানি। তবে এই পাহাড়ের রানির মধ্যেও রয়েছে এমন এক জায়গা যা দেখলে অবাক হবেন আপনি। দেরাদুনের একটি আকর্ষণীয় গন্তব্য হল গুচ্ছুপানি রবার্স কেভ। এই গুহা মূলত ডাকাতের গুহা নামে পরিচিত।

দুই গ্রানাইট পাহাড়ের মধ্যে গভীর খাদ আর সেই খাদের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে নদী। এই গুহা প্রায় ৬০০ মিটার দীর্ঘ। পাথরের উপর জল পড়ার শব্দ ভেসে আসবে আপনার কানে। চারপাশে সরু গিরিপথ, ঘন জঙ্গল, উঁচু পাহাড় আর পায়ের নীচে নীল জলরাশি। এই গিরিখাতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার আগে আপনাকে বাইরে খুলে রাখতে হবে আপনার জুতো। যদি চপ্পল ন থাকে তাহলে এই গুহার বাইরে চপ্পল ভাড়া পাওয়া যায়।

আসলে জুতো পড়ে হাঁটলে অনেক সময় আপনার জুতো জলের তোরে ভেসে যেতে পারে। তাই যাতে গিরিখাতে হাঁটার সময় পায়ে কোন রকম অস্বস্তি না হয় তার জন্য আপনাকে চপ্পল পড়তে হবে । এর পর গুহার মুখে ঢোকার আগেই দেখতে পাবেন রাক্ষসের ন্যায় এক মুখ। আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে এই গুহার ভিতর। তারপর ওই মুখোশের হা করা মুখের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে জলের উপর গিয়ে সেই গিরিখাতের মধ্যে দিয়ে হাঁটা।

এ যেন এক অদ্ভুত অভিজ্ঞতা। যা আগে কখনও হয়নি আপনার। গিরিখাতের মধ্যে দিয়ে যত এগিয়ে যাবেন জলের স্রোত ততো বাড়বে, সরু এই রাস্তা পেরনোর পর প্রায় কোমর পর্যন্ত জল হলে সামনেই দেখতে পাবেন এক সুন্দর ঝর্না। এই ঝর্নার উচ্চতা খুব বেশি না হলেও ঝর্নার দৃশ্য অসাধারণ। দুই গিরিখাতের মাঝে এই নদীর প্রবাহধারা, পুরোটাই প্রাকৃতিক ভাবে সৃষ্ট। এই অ্যাডভেঞ্চারের সাক্ষী যদি থাকতে হয় আপনাকে তাহলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে দেরাদুন স্টেশন, সেখান থেকে গাড়ি করে পৌঁছে যেতে পারবেন গুচ্ছুপানি রবার্স কেভে।

Related Articles