
The Truth of bengal: পাহাড়ে গেলে মুগ্ধ হওয়ার অনেক উপকরণ পাবেন। সেই জন্য পাহাড়ের টানে সবাই ছুটে চলেন উত্তরবঙ্গে। বেশিভাগের গন্তব্য হয় দার্জিলিং। তবে উত্তরবঙ্গে এমন একটি জায়গা আছে যেখানে নদীকে চারিদিক দিয়ে আগলে রেখেছে পাহাড়। জায়গাটি উত্তরবঙ্গের দোবান উপত্যকা। কালিম্পং সাব-ডিভিশনের অন্তর্গত হলেও পূর্ব সিকিম হয়েই এখানে যেতে হয়। শহরের কোলাহল থেকে দূরে শান্তির কোলে যারা কয়েকটি দিন কাটাতে চান, তাঁদের জন্য আদর্শ জায়গা এই দোবান উপত্যকা। যেখানে এলেমেলো ছন্দে এগিয়ে চলেছে নদী। চারিদিক থেকে সেই নদীকে আগলে রেখেছে পাহাড়। শান্ত প্রকৃতি এখান নিস্তব্ধ পরিবেশ উপহার দেবে আপনাকে
নেপালি ভাষায় ‘দো’ মানে দুই। আর ‘বান’ শব্দের অর্থ বন্ধন। রংপো এবং ঋষি নদীর ঠিক মাঝখানে অবস্থিত এই উপত্যকা। কালিম্পং সাব-ডিভিশনের অন্তর্গত দোবান এখন পর্যটকদের কাছে খুব পছন্দের জায়গা হয়ে উঠেছে।
এই শান্ত উপত্যকায় যেতে হলে এনজেপি থেকে প্রায় ৮৫ কিলোমিটার পথ পেরিয়ে যেতে হবে। রংপোতে পৌঁছনোর পর সেখান থেকে সার্ভিস জিপে রেনক যাওয়ার পথে রোরাথাং ব্রিজে নেমে পড়তে হবে। তারপর প্রায় ২ কিলোমিটার নদীর চর ধরে হাঁটতে হবে। একটি কাঠের সাঁকো পেরিয়ে পৌঁছতে হবে দোবানে। উপত্যকার ঠিক মাঝে অনেকটা জায়গা জুড়ে কিছু বেশকিছু কটেজ আছ এখানে। আগে থেকে বুক করে যেতে পারেন। দু চোখ ভরে প্রকৃতি যেমন দেখতে পারবেন তেমনই দারুণ অনুভব করতে পারবেন এখানকার পরিবেশ। পাহাড়ের কোল দিয়ে বয়ে যাওয়া নদীতে দেখতে স্বচ্ছ স্ফটিকের মতো জল। সব মিলিয়ে পাহাড়ের কোলে এই জায়গাটি মন ভাল করে দেওয়ার জন্য একেবারে আদর্শ একটি জায়গা।