ভ্রমণ

পৃথিবীর বুকেই পা রাখুন চাঁদের মাটিতে

This place in Rajasthan is known as 'Moon Land'

Truth of Bengal: চাঁদে যাবেন? নানা মহাকাশে পাড়ি দিতে হবে না। শুধু যেতে হবে রাজস্থানের কিষাণগড়ে। সেখানেই রয়েছে ‘চাঁদের মাটি’। রাজস্থানের এই স্থানই পরিচিত ‘মুন ল্যান্ড’ নামে। চাঁদ, যে ধরা ছোঁয়ার বাইরে। চাইলেন আমি আপনি যেতে পারবো না চাঁদে, ছুঁতে পারবো না চাঁদের মাটি। তাতে কি? আজ আমি আপনাদের নিয়ে যাবো চাঁদের মাটিতে। নানা এখানে যেতে হলে আপনাকে মহাকাশে পাড়ি দিতে হবে না। পৃথিবীর বুকে থেকেই আপনি উপভোগ করতে পারবেন চাঁদ, পা রাখতে পারবেন চাঁদের মাটিতে। কিভাবে? আপনাকে শুধু যেতে হবে রাজস্থানের কিষাণগড়ে। সেখানেই রয়েছে ‘চাঁদের মাটি’। রাজস্থানের এই স্থানই পরিচিত ‘মুন ল্যান্ড’ নামে।

নিশ্চয়ই ভাবছেন এই জায়গার নাম ‘মুন ল্যান্ড’ কেন? আসলে এখানে আপনার যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু সাদা আর সাদা। চারিদিকে শুধু সাদা ঢেউ খেলানো টিলা । তারই মধ্যে ছোট ছোট জলাশয়। তবে জানেন কি কিভাবে তৈরি হল এই ‘মুন ল্যান্ড’? এটা তো সকলেরই জানা, রাজস্থান মার্বেল পাথরের জন্য বিখ্যাত। রাজস্থানের কিষাণগড়ও এমন একটি শহর যেখানে ঘরে ঘরে লোকে মার্বেল পাথরের ব্যবসা করেন। আর বহু বছর ধরেই এখানে মার্বেলের গুঁড়ো ফেলা হচ্ছে। ফলে এখানে বছরের পর বছর জমা হচ্ছে মার্বেল পাথরের গুঁড়ো। যা এখন পরিণত হয়েছে বড় বড় টিলাতে। বলাই যায় যে কোন স্থানের সৌন্দর্যকে হার মানাবে এই জায়গায়। অনেকেই আবার ফটো শুটের জন্যে বেছে নেন এই ‘মুন ল্যান্ড’কে।

কিভাবে যাবেন?

ট্রেনে বা বিমানে চলে যান রাজস্থান। রাজস্থানের আজমের জেলা থেকে জয়পুর যাওয়ার পথে রয়েছে একটি ছোট্ট শহর কিষাণগড়। জয়পুর থেকে দূরত্ব ১০০কিলোমিটার। আর সেখানেই রয়েছে এই ‘মুন ল্যান্ড’। সকাল ১০ টা থেকে ৫টা পর্যন্ত ঘুরে দেখার জন্য খোলা থাকে এই স্থান। তাহলে আর দেরি কিসের ব্যাগ গুছিয়ে প্রিয় মানুষকে সঙ্গী করেই রওনা দিন এই চাঁদের দেশের উদ্যেশে।

Related Articles