ভ্রমণরাজ্যের খবর
Trending

প্রশিক্ষণ শেষ হল গরুমারা বন্যপ্রাণী বিভাগের গোয়েন্দা কুকুরদের, কমবে চোরাকারবার

The training of detective dogs of the Garumara Wildlife Department has been completed, poaching will be reduced

The Truth Of Bengal:  জঙ্গলে চোরাকারবারিদের আনাগোনা রুখতে বিশেষ ভূমিকা পালন করে বনদফতরের প্রশিক্ষিত কুকুররা। সেইসঙ্গে বন ও বন্যপ্রাণ রক্ষাতেও তাদের ভূমিকার জুড়ি মেলা ভার। এক কথায় বলতে গেলে, জঙ্গল পাহাড়ায় এইসমস্ত কুকুরের ভূমিকা অপরিসীম। জঙ্গলে যদি কোনওরকম অপ্রিতিকর ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে সমস্যা সমাধানে গোয়ান্দারা ব্যার্থ হলে সেখানেই ব্যাবহৃত হয়ে থাকে গোয়েন্দা কুকুর।

এবার সেই বন্যপ্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং জঙ্গলে চোরাকারবারীদের আনাগোনা আটকে দিতে বাড়তে চলেছে ডগ স্কোয়াড। বর্তমানে প্রশিক্ষিত কুকুরের সংখ্যা রাজ্যে রয়েছে ৮টি। প্রশিক্ষিত কুকুরের সংখ্যা আরও বেশি পারদর্শী করে তুলতে জারি রয়েছে চেষ্টা। ইতিমধ্যেই রাজ্যের প্রশিক্ষিত ৮টি কুকুরের চলে সাত ব্যাপী প্রশিক্ষণ। ১৮ জুন থেকে শুরু হয়ে শেষ হল রবিবার, অর্থাত ২৪ জুন। বনদফতরের মূর্তি টেন্টে অনুষ্ঠিত হয় এই শিবির।

এই শিবিরেই উপস্থিত ছিল বনদফতরের দার্জিলিঙ ডিভিশনের লিমসি, জলদাপাড়া, গরুমারা বিভাগ সহ বক্সা, সুকনার মোট সাতটি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ শেষ হতেই বিভিন্ন বিষয়ে পারদর্শি জলদাপাড়ার সায়না জিতে নেয় প্রথম পুরষ্কার। দিন যত এগোচ্ছে ততই জঙ্গল সুরক্ষার ক্ষেত্রে গুরকুত্বপূর্ণ হয়ে উঠছে এই সমস্ত স্নিফার ডগ। এই শিবিরের মাধ্যমে এই সমস্ত স্নিফারডগকে আরও পারদর্শী করে .তোলা যাবে বলেই মনে করা হচ্ছে।