নীল জলরাশি ঘেরা সবুজ দ্বীপ ছুটিতে ভ্রমণের ঠিকানা সাইলানি আইল্যান্ড
Sailani Island, a green island surrounded by blue waters, is a must-see destination for a vacation

Truth of Bengal: ভ্রমণ প্রিয় মানুষরা সর্বদা গুগুলে সার্চ করতে থাকেন ছুটি পেলেই কোথায় যাবেন, সেই কারণে আজ আপনাদের একটা সেরা ঠিকানার হদিশ দিতে চলে এসেছি। যে জায়গায় গেলে আপনার সারা সপ্তাহের ক্লান্তি এক নিমিষে গায়েব। পাখিদের মধুর ডাক শুনতে শুনতে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, আর চোখের সামনে দূরদূরান্ত নীল জলরাশি। যা দেখলে চোখের পাশাপাশি মন ও জুড়াবে আপনার, ভাবছেন কোন জায়গার কথা বলছি? চলুন দেখা নেওয়া যাক সেই জায়গার কিছু দৃশ্য।
ভ্রমণ সম্পর্কে সকলের দৃষ্টিভঙ্গি আলাদা, কেউ ভালোবাসেন পাহাড়ে যেতে, আবার কেউ ভালোবাসেন সমুদ্র বা নদীর ধারে কোন এক জায়গায় ঘুরতে যেতে, এমনও অনেকের আছে যাদের ঘুরতে যাওয়ার পছন্দের তালিকার মধ্যে সবার প্রথম কোন ঐতিহাসিক স্থান বা মরুভুমির কথা মনে পড়ে। আর আজ আপনাদের নিয়ে যাব সাইলানি আইল্যান্ডে যা অবস্থিত মধ্যপ্রদেশে। সাইলানি দীপ মধ্যরদেশের খান্ডোয়া অঞ্চলে ওমকারেশ্বর বাঁধ এবং নর্মদা নদীর কাছে অবস্থিত।
যেদিকেই তাকানো যায় দিগন্ত জুড়ে সবুজ গাছ আর নীচে নীল জল। এই পুরো দ্বিপটি বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। এই দ্বীপের কাছেই রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। জীবনের একঘেয়েমি দূর করতে বছরের নানা সময়ে এখানে পর্যটকদের আনাগোনা দেখা যায়। বন্ধু বান্ধব অথবা পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সেরা জায়গার মধ্যে অন্যতম জায়গা এই সাইলানি দ্বীপ। চারিদিকে উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড় আর সেই পাহাড় ঘেরা গভীর জঙ্গলে।
ভাবুন আপনি সকালে উঠে দেখলেন চোখের সামনে কেবলই নীল জলরাশি, আর সেই জলরাশির কাছে বহু অজানা পাখিদের আসা যাওয়া। একের পর এক জল থেকে মাছ নিয়ে দৌড়ে পালাচ্ছে সব পাখিদের দল। সত্যি প্রকৃতির কি অদ্ভুত লীলা বলুম। শহরের কোলাহল থেকে একদম দূরে এই জায়গায় বহু স্থানীয় মাঝে মধ্যেই যান পিকনিক করতে। কখনও কখনও এই ঘন সবুজের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় নানা বন্য জন্তুদেরও তাই রাত্রে একাকী হোটেলের বাইরে না বেরনোই ভালো।
এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল জলের মধ্যে নেমে বিভিন্ন কার্যকলাপ। সার্ফিং, প্যাডেল বোটিং, ক্রুজিং এছাড়াও আরও আরও অনেক ক্রিয়াকলাপ রয়েছে দ্বীপ জুড়ে। এই দ্বীপের মধ্যে সকালের দিকে পায়ে হেঁটেও একটু ঘুরে দেখতে পারেন। যারা জীবনে এক্সপ্লোর করা পছন্দ করেন তাঁদের কাছে এই জায়গা দুর্দান্ত। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে আপনার গায়ে, আর সেই মিঠে রোদ মেখে পাখির কলতান শুনতে শুনতে দ্বীপের আশপাশ ঘুরে দেখা।
কি এতো কিছু শুনে এবার মন মানছে না বলুন? এক্ষুনি যেতে ইচ্ছে করছে তাইতো? সাইলানি দ্বীপে যাওয়ার জন্য আপনাকে প্রথমে পৌঁছে যেতে হবে ইন্দোর সেখান থেকে ট্রেনে করে উজ্জয়িনী হয়ে তারপর ট্যাক্সি বা ক্যাব ধরে পৌঁছে যেতে পারবেন প্রকৃতির মাঝে নীল জলরাশি বেষ্টিত এই জঙ্গল ঘেরা দ্বীপে। এখানে দ্বীপ সংলগ্ন কটেজ এবং রিসর্ট রয়েছে। চাইলে সেখানে অনায়াসেই রাত কাটাতে পারেন আপনি, পরের দিন সকালে উঠে সাইলানি দ্বীপ থেকে ঘুরে নিতে পারেন সঙ্গম ঘাট ও সিধওয়ারকুট জৈন মন্দির।