ভ্রমণ

দার্জিলিং থেকে কিছু দূরেই কমলা চাদরে মোড়া পালমাজুয়া

Palmazua Tourism

The Truth of Bengla: দার্জিলিং তো অনেকবার গেছেন। কিন্তু দার্জিলিং থেকে কিছু দূরেই কত অফবিট নিরিবিলি ডেসটিনেশন আছে যার নাম অনেকেই শোনেন নি। তেমনই এক অফবিট ডেসটিনেশন হল পালমাজুয়া। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রাম দেখে মনে হবে আপনি যেন স্বর্গে এসে পড়েছেন। পাল শব্দের অর্থ তাবু আর মাজুয়া শব্দের অর্থ দুটি পাহাড়ের মাঝখানে অবস্থিত কোন গ্রাম। পালমাজুয়া ধোত্রে আর লোধোয়ার মধ্যে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম।  দার্জিলিং থেকে ৫৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামের মধ্যে দেখতে পাবেন সারি সারি কমলা লেবুর গাছ। দূর থেকে এই গ্রামকে দেখলে মনে হবে যেন গ্রামে আগুন লেগেছে।

চারিদিকের কমলা আভা আপনার নজর কাড়বে। এই কমলা লেবু ও চা বাগানের ফাক দিয়ে সূর্যের কিরণ এসে পড়বে আপনার হোমস্টের বারান্দায়। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বেড়িয়ে দেখবেন হিমালয়ের কত অজানা নানা রঙের পাখি। মেঘের এই দেশে গেলে দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। এই গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনি দেখবেন কত পাইন ও ওক গাছ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে।

এই পাহাড়ি গ্রামের পাশেই রয়েছে একই লেক। যে লেকের জলে নানা রঙের পাখিদের আনাগোনা দেখতে পাবেন এখানে। পালমাজুয়ার কাছেই রয়েছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান। পালমাজুয়ার ভিউপয়েন্ট থেকে আপনি যখন পুরো জায়গাটা দেখবেন আপনার আর বাড়ি ফিরে যেতে মন চাইবেনা। পাহাড়ের কোলে এই একটুকরো স্বর্গতে যেতে চাইলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে এনজেপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান পালমাজুয়া।

Related Articles