ভ্রমণ

ভ্যাপসা গরম থেকে বাঁচতে মন চাইছে পাহাড়ি উপত্যকায় ঘুরে আসতে? ঘুরে আসুন অফবিট ডেসটিনেশন রিনচেনপং

Offbeat destination Rinchenpong

The Truth of Bengal: বাঙ্গালীদের ঘুরতে যাওয়া মানেই দিপুদা। অর্থাৎ দিঘা, পুরী ও দার্জিলিং। এর বাইরেও  আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে রয়েছে বহু অফবিট ডেসটিনেশন যেখানে গেলে প্রকৃতির অপরূপ শোভা দেখে  আপনার বাড়ি ফিরে আসতে মন চাইবেনা। কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছে থেকে দেখার সুযোগ করে দেয় সিকিম।  আর সিকিমে রয়েছে পাহাড়ি এক গ্রাম যার নাম রিনচেনপং।

সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ি এই জনপদের উচ্চতা ৫৫৭৬ ফুট। একদম কোলাহল মুক্ত ও দূষণমুক্ত রিনচেনপং এ গেলে আপনি দেখতে পাবেন ওক, পাইন ও দেবদারুর সমাহার। সামনে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। রংবে রঙের নানা অজানা পাখির কলরব। পাহাড়গুলি মোড়া রয়েছে সবুজ গালিচায়। সব কিছু মিলে রিনচেনপং এক কথায় অনবদ্য।

মায়াবী পরিবেশে নানা রঙের ফুল দেখার পাশাপাশি বিশুদ্ধ শীতল হাওয়ায় দোল খাওয়ার স্বাদ নিতে পারবেন আপনি। রিনচেনপং থেকে পাকদণ্ডী পথ ধরে পৌঁছে যান রিশম মনেস্ট্রি। এছাড়াও এখান থেকে দেখে নিতে পারবেন গুরুং মনেস্ট্রি। এখান থেকে খুব কাছেই রয়েছে পয়সন লেক।

পয়সন লেক নিয়ে নানা মুখে নানা কথা প্রচলিত আছে। শোনা যায় ব্রিটিশ আমলে ব্রিটিশদের নৃশংস অত্যাচারের হাত থেকে বাঁচতে বহু নিরীহ মানুষ এই হ্রদের জলে বিষ মিশিয়ে দেয়। এছাড়াও আপনি চাইলে রিনচেনপং থেকে ঘুরে নিতে পারেন পেলিং, কাঞ্চনজঙ্ঘা ফলস, সিংসোর ব্রিজ, চাঙ্গে ওয়াটার ফলস ইত্যাদি নানা জায়গা।

পেলিং এ গেলে আপনি অ্যাডভেঞ্চারও উপভোগ করতে পারবেন। এই অঞ্চলে রয়েছে স্কাইওয়াক । যা পর্যটকদের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে তোলে। ভাবছেন কিভাবে যাবেন? ট্রেনে করে আপনাকে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন রিনচেনপং।

নিউ জলপাইগুড়ি থেকে রিনচেনপং এর দূরত্ব ১২৮ কিমি। এছাড়াও পেলিং থেকে রিনচেনপং পৌঁছলে আপনার সময় কম লাগবে। রিনচেনপং এ গেলে আপনি থাকা খাওয়া সব মিলিয়ে একাধিক হোমস্টে পেয়ে যাবেন। তাই কয়েকদিন ছুটি নিয়ে ঘুরে আসুন সিকিমের এই পাহাড়ি অফবিট ডেস্টিনেশনে ।

Related Articles