
The Truth of Bengal: কালিম্পঙের হেন জায়গা নেই যা আপনার মন কাড়বে না। শান্ত নিরিবিলি কালিম্পঙের এক একটি গ্রামে ভ্রমণে গেলে আপনি প্রকৃতির সব ধরনের সৌন্দর্য অনুভব এবং উপভোগ করার সুযোগ পাবেন। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় কালিম্পং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছেও সেরা ডেসটিনেশন। এই রকমই রহস্যমূলক একটি স্পট হল নেওড়া ভ্যালি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তায় ট্রেক করার অনুভূতিটাই অন্যরকম। ১৯৮৬ সালে তৈরি হওয়া এই গভীর অরণ্য ৮৮ কিমি জায়গা জুড়ে আছে অবস্থিত।
জীব বৈচিত্রের দিক থেকে কালিম্পঙের সবচাইতে জনপ্রিয় টুরিস্ট স্পট এটি। রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে লেপার্ড, বন্য হরিণ , রেড পান্ডা , ভালুক, বুনো শূকর, বন্য বিড়াল সহ নানা ধরনের প্রাণীর দেখা মিলবে এই নেওড়া ভ্যালিতে। প্রাণীদের পাশাপাশি দেখতে পাবেন বহু অজানা পাখি। যেমন ট্রেক করার পথটি পাশাপাশি পুরো জঙ্গলই এখনও পর্যন্ত দুর্গম পর্যটকদের কাছে। কাজেই সাহস থাকলে তবেই যেতে পারবেন এই গভীর অরণ্যে। পাহাড়ের সরু রাস্তা ধরে উপরের দিকে ওঠার সময় চারপাশে দেখবেন বাঁশ, পাইন থেকে শুরু করে রডোডেন্ড্রনে ঘেরা সবুজ জঙ্গল।
জঙ্গলের ভিতরে সূর্যের আলো পৌঁছতে না পাড়ায় জঙ্গলের পথ পুরো স্যাঁতসেঁতে। এই পথ ধরেই আপনি একটু একটু করে হেঁটে পৌঁছে যাবেন রচেলা দাঁড়ায়। যা নেওড়া ভ্যালির সবচেয়ে শীর্ষতম বিন্দু। তবে যতই দুর্গম পথ হোক না কেন নেওড়া ভ্যালির স্বাদ নেওয়ার পর এই অ্যাডভেঞ্চার মূলক অভিজ্ঞতা আপনি সাড়া জীবন মনে রাখবেন। দুর্গম পথ ধরে নেওড়া ভ্যালি যেতে গেলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে শিলিগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে নেওড়া ভ্যালি। এবং তার পর বাকি পথ আপনাকে হেঁটে যেতে হবে পাহাড়ি গভীর জঙ্গলের ভিতর দিয়ে।এই জঙ্গলের পথ দিয়ে যেতে গেলে আপনাকে বনদফতরের কাছে প্রথমে অনুমতি নিতে হবে। তারপরেই আপনি যেতে পারবেন।