নতুন বছরের নতুন গন্তব্য ভ্রমণ , পৌঁছে যান আলিপুরদুয়ারের কালিখোলায়
New year new destination travel, reach Kalikhola in Alipurduar

Truth Of Bengal : উত্তরবঙ্গ মানেই মন টানে সবসময় দার্জিলিং। কিন্তু আপনি কি জানেন আলিপুরদুয়ার গেলে আর দার্জিলিং যেতে ইচ্ছে করবে না আপনার। কম বেশি অনেকেই আলিপুরদুয়ার গেছেন। তবে দার্জিলিঙের মতো। এবার বলব ঘোরার জন্য বেঁছে নিন আলিপুরদুয়ারকে। উত্তর পূর্ব রাজ্যের এই প্রবেশ দ্বারে প্রকৃতির রূপ যেন অনন্য। পর্ণমোচীর জঙ্গলে ঘেরা আলিপুরদুয়ারের দিকে যত যাওয়া যায় দেখা যায় দিগন্ত জুড়ে ভরে আছে সবুজ চা বাগিচা।
তিস্তার বয়ে যাওয়া শব্দ শুনতে শুনতে কিভাবে যে সময় কেটে যাবে ধরতে পারবেন না। আর সঙ্গে তো রয়েছে অজানা অচেনা পাখিদের কলতান। যা কান পাতলেই শোনা যায়। যেন আপনার সঙ্গে নিজের মনের কথা বলতে চাইছে এইসব পাখির দল। দূরের দিকে তাকালেই দেখা যায় ভুটান পাহাড়। মেঘেরা যেন এখানে গাভির মতো চড়ে যায়।
আলিপুরদুয়ারে দেখার মতো রয়েছে বহু জায়গা যেমন বক্সা টাইগার রিজার্ভ, চিলাপাতা, জলদাপাড়া। তবে এইসমস্ত জায়গা ছাড়াও কেউ যদি নতুন বছরে ভ্রমণে যাওয়ার জন্য কোন অফবিট জায়গার খোঁজ করছেন তাহলে ঘুরে আসুন কালিখোলা থেকে। এই পাহাড়ি গন্তব্যের একপাশে ভুটান আর অন্যপাশে ভারত। এখানে প্রকৃতির প্রাণবন্ত রূপ ধরা দিতে দেখবেন আপনি। দূরের পাহাড়ের দিকে তাকালেই মনে হবে যেন এক লাফ দিলেই সেখানে পৌঁছে যাওয়া যাবে অনায়াসে। কোন কোন পাহাড়ের চূড়া ঢাকা রয়েছে সাদা বরফে। আবার কোথাও সবুজে মোড়া পাহাড়।
এই পাহাড়ি গন্তব্যে রয়েছে একটি নদীও। যার নাম এই অঞ্চলের নাম অনুসারে রাখা রয়েছে। অর্থাৎ কালিখোলা রিভার। এই নদীর জল সাদা কাঁচের মতো। যার সামনে দাঁড়ালে দেখা যায় নিজের প্রতিবিম্ব। শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে নিজে হারিয়ে যেতে চাইলে অবশ্যই আলিপুরদুয়ার গেলে ঘুরে আসতেই হয় কালিখোলা থেকে।