
Truth Of Bengal : গ্রীষ্মকাল আসলে বাঙ্গালীদের মন উড়ু উড়ু করে দার্জিলিং যাওয়ার জন্য। গরমের দাবদাহ থেকে বাঁচতে এটাই সবচেয়ে সেরা জায়গা বাঙ্গালীদের কাছে। এই সময় দার্জিলিং এর আবহাওয়া থাকে বেশ মনোরম পাশাপাশি টাইগার হিল থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য যেন শোভা বাড়ায় এই পাহাড়ি অঞ্চলের। দার্জিলিং এর কোলাহল ছেড়ে এখন অনেকেই চান দূরে কোথাও অফ বিট ডেস্টিনেশনে ঘুরতে যেতে। দার্জিলিংয়ের খুব কাছেই রয়েছে তিনচুলে আপনি চাইলে এবারের গরমে যাওয়ার গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন এই পাহাড়ি ছোট্ট জনপদকে।
দার্জিলিং থেকে ৩২ কিলোমিটার দূরেই অবস্থিত এই পাহাড়ি গ্রাম তিনচুলে। তিনচুলে ইকো ট্যুরিজমের অংশ। ৯০ এর দশকে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফেডারেশনের সহায়তায় একে ইকো ট্যুরিজমের অংশ হিসেবে গড়ে তোলা হয়। এই চুলে শব্দের অর্থ হল উনুন। অনেকেই ভাবছেন হয়তো এখানে তিনটি উনুন রয়েছে। ভুল ভাবছেন। গ্রামে কোন উনুন নেই আসলে তিনটি পাহাড়ের ভিউ পয়েন্ট দেখা যায় এই গ্রাম থেকে। যে কারণেই এই পাহাড়ে জনপদ তিনচুলে নামে পরিচিত। আসলেই পাহাড়গুলিকেই তুলনা করা হয় উনুনের সঙ্গে। পুরো গ্রামটা জুড়েই রয়েছে পাহাড়ি ফুলের বাহার।
সবুজে ঢাকা এই পাহাড়ি গ্রাম থেকে ৩ টি পাহাড়ের ভিউ পয়েন্ট দেখা। কালিম্পং এবং তিস্তা উপত্যকার সৌন্দর্যের পাশাপাশি দেখা যায় দূরের সিকিমের সাদা বরফে ঢাকা পাহাড়। এই গ্রামেই রয়েছে তিনচুলে মনেস্ট্রি। যারা জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের কাছে এই জায়গা হতে পারে স্বর্গ-স্বরূপ। এখানে ট্রেকিং, রক ক্লাইম্বিং করার সুযোগ রয়েছে। সময় পেলেই এখানে শুনতে পাবেন মিষ্টি মধুর পাখিদের কলতান।
কিভাবে যাবেন ভাবছেন? তিনচুলে যেতে গেলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি সেখান থেকে তিনচুলের দূরত্ব ৭৪ কিলোমিটারের মতো সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে দার্জিলিং মোড় আর সেখান থেকে শেয়ারে গাড়ি পাওয়া যায় তিনচুলে যাওয়ার জন্য। এছাড়া আপনি চাইলে শিলিগুড়ি থেকে বাইক বা গাড়ি ভাড়া করেও পৌঁছে যেতে পারেন তিনচুলেতে। এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে, যে হোমস্টে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি।