ভ্রমণ

সবুজের আড়ালে লুকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, চলুন ঘুরে আসা যাক আথিরাপিল্লি থেকে

Natural beauty hidden behind greenery, let's explore from Athirapalli

Truth Of Bengal : প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে সবুজের বিকল্প আর কিছু হয় না। আর যদি সেই সবুজের মাঝে মায়াময় অপরূপ সুন্দর ঝরনা খুঁজে পাওয়া যায়, তাহলে তাহলে কি আর বাড়িতে থাকা যায়। চলুন আজ আপনাদের নিয়ে যাব সবুজের আড়ালে লুকিয়ে থাকা কেরালার সবথেকে উঁচু ঝরনা আথিরাপিল্লিতে।

ভ্রমন পিপাসু মানুষদের কাছে কেরালা এক অনন্য স্থান। এখানে পাহাড় থেকে শুরু করে বনজঙ্গল-নদী সবই রয়েছে। আর তার মধ্যে একটি হল আথিরাপিল্লি। কেরালার ত্রিসুর জেলায় অবস্থিত চালকুডি নদীর উপর গঠিত এই বৃহত্তম জলপ্রপাত। এটি কেরালার বৃহত্তম জলপ্রপাত, যার উচ্চতা প্রায় ৮০ ফুট। শুধু কেরালা নয় এটি ভারতেরও একটি জনপ্রিয় ঝরনা, যা দেখতে ভিড় করেন দেশ বিদেশের পর্যটকরা। এখানে গেলেই আপনার মনে হবে এটি পৃথিবীর একটি অমূল্য গুপ্তধন। বর্ষাকালে এর শক্তি আরও বেড়ে ওঠে। এখানে যাওয়ার সঠিক সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি।

জলপ্রপাতের প্রবেশদ্বার থেকে ১৫ মিনিট হেঁটে গেলে আপনি পৌঁছে যাবেন জলপ্রপাতের একদম শীর্ষে। এখানে পৌঁছানোর পর আপনি জলপ্রপাতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য অনুভব করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ঝরনার দৃশ্য অনুভব করা যায়।

কিভাবে যাবেন?

আথিরাপিল্লিতে যাওয়ার জন্য রেলপথ বা আকাশপথ যেকোন পথেই আপনি যেতে পারেন। এর নিকটতম রেলওয়ে স্টেশন হল চালাকুডি। আর নিকটতম বিমানবন্দর হল কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। জলপ্রপাতের মাত্র ১ কিলোমিটার দূরত্বে আপনি বহু হোটেল পেয়ে যাবেন।

Related Articles