ভ্রমণরাজ্যের খবর

সপ্তাহান্তে ঘুরে আসুন মলুটি থেকে

Tourism of West Bengal

The Truth of Bengal: উড়ু উড়ু মন সুযোগ পেলেই ডানা মেলে দেওয়ার জন্য উন্মুখ। আর  সুযোগ পেলেই সপ্তাহান্তে দুটো দিন বেরিয়ে পড়তে চান প্রায় সকলেই। কলকাতাতে খুব কাছাকাছি এমন অনেক জায়গা রয়েছে যেখানে দুদিনে ঘুরে আসা যায় অনায়াসেই। এমন একটি জায়গা মলুটি বা মল্লহাটি। বাঙালী অথচ তারাপিঠে যান নি এমন মানুষ বিরল। তারাপীঠের খুব কাছেই এই মলুটি বা মল্লাহাটি।

তারাপীঠে গিয়েছেন কিন্তু এমন সুন্দর ধর্মীয় আবেগপ্রবণ ক্ষেত্র অনেকের কাছেই অজানা রয়ে গিয়েছে।  যাঁরা তারাপিঠে বারবার যেতে পছন্দ করেন কিন্তু তারাপিঠের ভীড় অপছন্দ ,তাঁদের জন্য আদর্শ জায়গা হলো মলুটি বা মল্লহাটি । বাংলা ও ঝাড়খন্ড-এর সীমানায় অবস্থিত এই সতীপীঠ উইকএন্ড ট্যুরের জন্য একটি অসাধারণ জায়গা । এখানে প্রায় একশোর কাছাকাছি টেরাকোটার মন্দির আছে মা মৌলিক্ষা-র মন্দিরকে কেন্দ্র করে । নিরিবিলিতে গ্রাম্য পরিবেশে বীরভূমের সীমানা ছাড়িয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেই এর অবস্থান।

কিভাবে যাবেন?

গণদেবতা এক্সপ্রেস বা রামপুরহাটগামী যেকোনো ট্রেনে রামপুরহাট পৌঁছে সেখান থেকে গাড়িতে করে মলুটি  পৌঁছাতে হবে । থাকার জন্য রয়েছে ঝাড়খন্ড ট্যুরিজমের গেস্ট হাউস । এছাড়াও বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বহু টুরিস্ট লস রয়েছে। এছাড়া এখানের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও খুব ভাল এবং সস্তা। এখান থেকে খুব সহজেই তারাপিঠে গিয়ে পুজো দিয়ে আবার ফেরা যায় । আবার তুম্বনি ফরেস্ট ও সংলগ্ন হাটও ঘুরে দেখা যায় । ইচ্ছে হলে ম্যাসনজোড় ঘুরে আসা যায় গাড়িতে করে । তাহলে আর দেরি কেন?  চলুন আজই বেরিয়ে পড়া যাক।

 

Related Articles