
The Truth of Bengal: যুগ যুগ ধরে বাঙ্গালির বেড়ানো মানেই সবার আগে ‘দি-পু-দা’। কিন্তু সেই বিষয়টা এখন বেশ বদলে গিয়েছে। ভ্রমণ পিপাসু বাঙ্গালিরা উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা ছোট ছোট পাহাড়ি গ্রামে সময় কাটাতে এখন বেশি পছন্দ করছে। অফবিটের নেশায় পর্যটকরা এমন জায়গা খুঁজে বের করছে যার ঠিকানা এর আগে কেউ জানত না । দু থেকে তিন রাতের জন্য এমনি একটি অফবিট জায়গা কুরবিয়া। কার্শিয়াং এর বুকে কুরবিয়া একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। পুরো গ্রামটি সবুজ চা বাগানে আচ্ছাদিত।
তুষার-ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বতকে উপেক্ষা করে প্রায় 5000 ফুট উচ্চতায় অবস্থিত কুর্বিয়া, পর্যটকদের জন্য একটি নিখুঁত আস্তানা । প্রকৃতিতে হাঁটা, চা বাগানে ঘোরাঘুরি, ট্রেকিং থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা সব কিছুই পাবেন এই পাহাড়ি ছোট্ট গ্রামে। কুরবিয়া পাহাড়ি গ্রামটি কার্সিয়ং সংলগ্ন হওয়ায়, ঈগলের ক্রেগ ভিউ পয়েন্ট, গ্রোটো, গিদাপাহাড় ভিউ পয়েন্ট ইত্যাদির মতো পর্যটন আকর্ষণগুলি সহজেই এখানে গেলে পাওয়া যাবে। শীত বা গ্রীষ্ম যাই হোক তাপমাত্রা একেবারেই অসহনীয় হয়ে ওঠে না।
বর্ষা মৌসুমে সবুজের সমারোহ আরও সবুজ হয়ে ওঠে এবং গ্রীষ্মকালে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আরও লোভনীয় হয়ে ওঠে। তবে কিভাবে যাবেন এই পাহাড়ি গ্রামের মনোরম দৃশ্য উপভোগ করতে! এখানে যেতে গেলে আপনাকে সর্বপ্রথম কলকাতা থেকে ট্রেনে চড়ে পৌঁছে যান এনজেপি । সেখান থেকে কার্শিয়াং রেল স্টেশনে যাওয়ার পর যে কোন গাড়িতে চড়ে পৌঁছে যান উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা ছোট পাহাড়ি গ্রাম কুরবিয়া থেকে ।কুরবিয়ায় থাকার জন্য হোমস্টে সহজেই পেয়ে যাবেন। তাই ছুটি পড়লেই বেড়িয়ে পড়ুন এই অফবিট ডেসটিনেশনে।