দেশভ্রমণ

সোলো ট্রাভেলার মহিলা পর্যটকদের জন্য বিশেষ অ্যাপ আনছে কেরল সরকার

Solo Traveller

The Truth of Bengal, Mou Basu: সোলো ট্রিপ, মানে একা একা ঘুরতে যাওয়ার একটা প্রবণতা ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু পুরুষরাই নয় মহিলা মহলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই একা একা ঘুরতে যাওয়ার ট্রেন্ড। কিন্তু ইচ্ছে থাকলেও অনেক মহিলা পর্যটকই আবার ভয় পান অজানা অচেনা জায়গায় একা একা ঘুরতে যেতে। অনেকেই, বিশেষত মহিলারা মনে করেন যে একা ঘুরতে যাওয়ার হাজারও ঝক্কি। নিরাপত্তার দিকটা খেয়াল না রাখলেই নয়। সেই সব ‘সোলো’ মহিলা পর্যটকদের কথা মাথায় রেখেই বিশেষ অ্যাপ চালু করছে কেরালা সরকার। ‘ভগবানের আপন দেশ’ বলে পরিচিত কেরালার প্রশাসন তাদের রাজ্যকে মহিলাদের জন্য নিরাপদ ও আরও বেশি করে ‘মহিলাবান্ধব’ হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে।

কেরালার পর্যটনমন্ত্রী পি এ মহম্মদ রিয়াস জানান, আমরা গোটা কেরালাজুড়ে মহিলাবান্ধব ট্যুরিজম জোন তৈরি করছি। মহিলা পর্যটকদের কথা ভেবে ট্যুর পরিচালনা করবেন মহিলারাই। কেরালা গোটা বিশ্বেই নিরাপদ পর্যটনস্থল হিসাবে পরিচিত। আমরা তা আরও বেশি করে মহিলাবান্ধব হিসাবে গড়ে তুলতে চাইছি।’ কেরালার পর্যটন বিভাগের তরফে জানানো হয়েছে, মহিলাদের জন্য বিশেষ অ্যাপটি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত হবে। এখান থেকেই যে কেউ কেরালার নির্দিষ্ট জায়গায় থাকার হোটেল বুক করতে পারবেন। শুধু তা-ই নয়, সেখানে কী কী বেড়ানোর জায়গা রয়েছে, খাওয়ার জন্য কোন রেস্তোরাঁ ভালো, সেই সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া থাকবে ওই অ্যাপেই।

এই অ্যাপ থেকেই খোঁজ মিলবে গাইডেরও। যাঁর সাহায্যে যে কোনো জায়গায় অনায়াসে ঘুরতে পারবেন একা একা ঘুরতে বেড়ানো কোনো মহিলা। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে “শি ডেস্টিনেশন” (‘She’ destinations)। বিশেষ অ্যাপটিও হবে ওই নামেই। অন্য ট্রাভেল ট্যুরিজম অ্যাপের মতোই, ‘শি ডেস্টিনেশন’ নির্দিষ্ট কিছু হোটেল, রেস্তোরাঁ চিহ্নিত করবে, যেখানে সরাসরি যোগ থাকবে রাজ্যের পর্যটন দফতরের। মহিলাদের নিরাপত্তার দিকেও বাড়তি নজর দেওয়া হবে। যে’হেতু মহিলা পরিচালিত হবে সবটা, তাই কেউ শারীরিক অসুস্থতাজনিত কোনো সমস্যায় পড়লে তা সহজেই জানাতে পারবেন নির্দিষ্ট জায়গায়।

করোনার সময় পর্যটন নির্ভর পর্যটন ব্যবসা ব্যাপক মার খেয়েছে। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পর্যটনের হাত ধরেই অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দক্ষিণ ভারতের এই রাজ্য। কেরালায় এখন ৩৫ হাজার কোটি টাকার ব্যবসা হয় পর্যটন শিল্পের মাধ্যমে। ২০২১ সালে কেরালায় এসেছিলেন ৬০,৪৮৭ পর্যটক। ২০২২ সালে সেটাই বেড়ে হয় ৩,৪৫,৫৪০। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ১৫০% বেশি পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে কেরালায় বেড়াতে যান। “শি ডেস্টিনেশন”-এর মাধ্যমে আরও বেশি পর্যটক কেরালায় বেড়াতে যাবেন বলে আশা করছে সে রাজ্যের পর্যটন দফতর।

কেরালা পর্যটন উন্নয়ন নিগমের আধিকারিকরা জানান, সোলো মহিলা পর্যটকদের কথা ভেবে ১০ হাজার মহিলা উদ্যোগপতিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১৮০০ জন মহিলা এরমধ্যেই অনলাইনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। নিরাপদে ও সুষ্ঠু ভাবে কেরালায় বেড়াতে আসা মহিলা পর্যটকদের জন্য আমরা সব রকম ব্যবস্থা রাখছি। কোভালাম থেকে শি ডেস্টিনেশন প্রকল্প চালু করা হবে। কোল্লেনগোড়ে, কান্দালুর, ভাত্তাভাড়া, কাদালুন্দি, আয়মানমের মতো কেরালার বিভিন্ন গ্রামকে আদর্শ ” শি ডেস্টিনেশন” হিসাবে গড়ে তোলা হচ্ছে। সব মিলিয়ে এভাবেই আগামী দিনে কমহিলাদের জন্য বিশেষ সুরক্ষিত রাজ্যে পরিণত করতে চাইছে কেরালা সরকার। জানা গেছে, কিছু দিনের মধ্যেই এই অ্যাপ বাজারে আনা হবে। কীভাবে ব্যবহার করতে হবে, সেই সবও একইসঙ্গে জানানো হবে পর্যটন দফতরের তরফে।

Free Access

Related Articles