শীত প্রেমী হলে যেতেই পারেন শ্বেতশুভ্র তুষারগ্রাম কাজা
If you are a winter lover, you can go to the white snow village Kaza

Truth Of Bengal: আপনি কি বরফে মোড়া শহরের খোঁজে আছেন? শীতল নির্জন এলাকায় সময় কাটাতে চাইছেন? তাহলে আজকের এই ঠিকানা আপনার জন্য। শীতলতম এই নয়নাভিরাম দৃশ্য দেখতে হলে আপনাকে যেতেই হবে হিমাচল প্রদেশের স্পিতি জেলার কাজায়।
স্পিতি জেলার সদর শহর হল কাজা। ভূপৃষ্ঠ থেকে ৩,৬৬০ মিটার উচ্চতায় অবস্তিত বরফে মোড়া এই কাজা শহর। এখানে আপনি বরফে ঢাকা উঁচু উঁচু স্থলভূমি, পরিষ্কার নদী সহ একাধিক মঠও দেখতে পাবেন। এগুলি ভ্রমণ প্রিয় মানুষদের মনে বেশ জাঁকিয়ে বসেছে। শীতকালীন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এই স্থান এক গুপ্তধনের সমান।
এই শীতলতম শহরে যাওয়ার সঠিক সময় জুন থেকে অক্টোবর। তবে বহু মানুষ নভেম্বর থেকে জুন মাসে যেতেও পছন্দ করেন, কারণ এ সময় বরফের আস্তরণে ঢাকা পড়ে গোটা কাজা শহর। কখনো কখনো শূন্য ছাড়িয়ে মাইনাসেও চলে যায় কাজার তাপমাত্রা, তার ফলস্বরূপ সে সময়ের ভারী তুষারপাত। তবে ওই সময় কাজার বেশ কিছু জায়গা অতিরিক্ত তুষারপাতের জন্য বন্ধ থাকে।
কীভাবে যাবেন
প্রথমে আপনাকে কলকাতা থেকে ট্রেনে যেতে হবে দিল্লি বা চণ্ডীগড়৷ তারপর সেখান থেকে বাসে বা গাড়িতে আপনি মানালি হয়ে পৌঁছে যাবেন কাজা।
কোথায় থাকবেন
কাজায় থাকার জন্য আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন, তাই থাকা নিয়ে কোনো চিন্তা নেই৷