
The Truth of Bengal: ভারতে ঐতিহাসিক শহরের কোনও অভাব নেই। এমনই একটি শহর হল ঝাঁসি। ঝাঁসির রানি লক্ষ্মীবাই ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন, ইতিহাসের পৃষ্ঠায় তা জায়গা করে নিয়েছে। ১৮৫৮ সালে বিটিশদের বিরুদ্ধে লড়াইতে বীরের মৃত্যু বরণ করেন রানি লক্ষ্মীবাঈ। ঝাঁসিতে দেখার আছে অনেক কিছুই। প্রতিটি দ্রষ্টব্যই ইতিহাস প্রসিদ্ধই। একনজরে দেখে নেবো ঝাঁসিতে কী কী রয়েছে দ্রষ্টব্য বস্তু।
কলকাতা থেকে ১১৯৫ কোটি দূরে অবস্থিত ঝাঁসি। যদি বিমাণে ঝাঁসি যান, তাহলে গোয়ালিয়র বিমানবন্দর থেকে অনলাইনে ট্যাক্সি বুক করে যেতে পারেন । তবে ট্রেনেও ঝাঁসিতে যেতে পারেন । ঝাঁসি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে নেমে ঝাঁসি শহরে পৌঁছানো যাবে।ঝাঁসিতে গেলে অবশ্যই দেখে নেবেন করবেশ কিছু জায়গা।
ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের অদ্ভুত ধরনের শখ ছিল। রাজারাজড়াদের বিচিত্র শখ থাকেই। তবে গঙ্গাধর রাওয়ের শাখ অতিবিচিত্রই বলা যেতে পারে। গঙ্গাধর রাও মহিলাদের মতো করে সাজতে ভালোবাসতেন। ১৮৫৭ সালে প্রকাশিত বই মাই ট্রাভেলস, দ্য স্টোরি অব দ্য ১৮৫৭ মিউটিনিতে লিখেছেন প্রাসাদের ছাদে শাড়ি-চোলি পরে ঘুরে বেড়াতেন তিনি। এমনকি গলায় মুক্তোর মালা, নাকছবি, পায়ে মলও পরতেন তিনি। স্বামীর ওই বিচিত্র শখ নিয়ে রানি লক্ষ্মীবাঈ কী ভাবতেন, এর কোনও প্রামাণ্য দলিল নেই।