হাতে রয়েছে দুদিনের ছুটি? তবে আপনার ঘোরার তালিকায় স্থান পেতে পারে দুয়ারসিনি
Have two days off? But Duarsini might be on your bucket list

Truth Of Bengal: ছুটির অভাবে বুঝতে পারছেন না কোথায় ঘুরতে যাবেন ? প্রতিদিনের ব্যাস্ত জীবনের চেনা ছক থেকে বেরিয়ে একটু মনকে প্রসান্তি দিতে যেতেই পারেন পাহাড়,জঙ্গল ,ঝর্না । দুদিনের ছুটিতে ঘুরতে যাবার জন্য মাথায় আসে দিঘা,মন্দারমণি, নয়তো বকখালি। তবে এবার ভ্রমনপিপাসুদের জন্য হাতের মুঠোয় দু’দিনেরছুটিতে ঘুরতে যাবার জন্য কলকাতা থেকে ঘুরতে যেতে পারেন একদম ভিন্ন স্বাদের জঙ্গল, পাহাড়, ঝর্না। যেখানে পৌঁছতে পারলেই আপনিপাবেন পরম প্রশান্তি।
বেশিদূরে আপনাকেযেতে হবে না একদম হাতের নাগালে পেয়ে যাতে পারেন একদম কলকাতার আশপাশে বহু জেলাতেই থাকা দর্শনীয় নানা স্থান। মাত্র নিমেষের মধ্যে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আপনি পৌঁছে যেতে পারেন পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ঝাড়খণ্ড। তবে আর দেরি না করে ঝটপট জেনে নেওয়া যাক, মাত্র দুদিনে আপনার ঘোরার তালিকায় কোন কোন জায়গা স্থান পেতে পারে।
দুয়ারসিনি, পুরুলিয়া
ছোট ছোট পাহাড়ের মাঝে রয়েছে শাল-পিয়াল-শিমুলের বন।জঙ্গল-পাহাড়-নদীর সৌন্দর্য পেতে ভোরবেলা ট্রেনে চেপে একদম কয়েক ঘন্টাতে পৌঁছে যেতে পারেন দুয়ারসিনি, পুরুলিয়া। সেখানে যদি আপনি একবার পৌঁছে যেতে পারেন তাহলে দেখতে পাবেন আপনার জন্য পুরুলিয়ার দুয়ারসিনি রূপের ডালি সাজিয়ে অপেক্ষা করছে। দুয়ারসিনির জঙ্গলের মধ্যে ছোট ছোট কটেজেরাত কাটানোর অভিজ্ঞতাই আলাদা হবে আপনার জন্য। বর্ষায় দুয়ারসিনি ঘন সবুজ। কাছ দিয়েই বয়ে গিয়েছে সাতগুড়ুং নদী।
গাড়ি ভাড়া করে দেখে নিতে পারেন টটকো জলাধার। আরও একদিন সময় পেলে আমলাশোল, ময়ূরঝর্না ঘুরে নিতে পারেন আপনিও। জদি আপনার মন চাই তাহলে আপনি পৌঁছে যেতেই পারেন ঘাটশিলাতেও।এখানে রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘গৌরীকুঞ্জ’।বিভূতিভূষণের বহু লেখায়এই অঞ্চলের জঙ্গলের বর্ণনা, প্রকৃতির সৌন্দর্যের কথা উঠে এসেছে। ঘুরে নিতে পারেন গালুডি, বুরুডি জলাধার, ধারাগিরি জলপ্রপাত। আর যাতে হাতে শুধুই দু’দিন ছুটি থাকে, তা হলে বরং পায়ে হেঁটেই আশপাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
কী ভাবে যাবেন
দুয়ারসিনি, পুরুলিয়ার মতো জায়গায় যদি আপনি সড়কপথে পৌঁছে যেতে চান তবে আপনি কলকাতা থেকে বান্দোয়ান বাসের মাধ্যমে যেতে পারেন। এরপর আপনি বান্দোয়ান পৌঁছে ছোট গাড়ি বা ট্রেকারে করে আপনি আপনার গন্তব্যস্থল দুয়ারসিনি পৌঁছে যাবেন। আর যদি ট্রেনে করে যেতে চান তবে প্রথমে ঘাটশিলা যাওয়াই সুবিধা হবে আপনার জন্য।নামতে পারেন গালুডি স্টেশনেও। সেখান থেকে দুয়ারসিনি কাছে। ভোরেই হাওড়া থেকে ট্রেন ধরে চলে যেতে পারেন ঘাটশিলা বা গালুডি। সেখান থেকে গাড়ি ভাড়া করে দুয়ারসিনি।
থাকার জায়গা
রাজ্য সরকারের বনোন্নয়ন নিগমের একটি কটেজ আছে সেখানে। অনলাইনে ঘর বুক করলেই সেখানে পেয়ে যাবেন থাকার জায়গা।