
The Truth of Bengal : কবিগুরুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন প্রতিবছর বহু পর্যটক এখানে আসেন মনের প্রশস্তি পেতে সময় পেলেই শহুরে মানুষ ঘুরতেচলে যান শান্তিনিকেতন তবে এই শান্তিনিকেতনের আশপাশে আরও অনেক দেখার জায়গা আছে, যেগুলি অনেকের জানা নেই আবার জানা থাকলেও অনেকে সেখানে যান না শান্তিনিকেতনের চেনা গণ্ডি থেকে বেরিয়ে আজ আপনাদের নিয়ে যাব পাশের এক জায়গায়। জায়গাটি হল হেতমপুর সেখানে আছে প্রাচীন এক রাজবাড়ি এই রাজবাড়িটি আবার রঞ্জনপ্রাসাদ নামে পরিচিত খোলা মাঠের ওপর সুবিশাল হলুদ ও লাল রঙের অতিকায় এই প্রাসাদ কালের নিয়মে কিছুটা জীর্ণ হয়ে গেলেও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে জানিয়ে দিচ্ছেএক সময় কতটা বৈভব ছিল এই রাজপ্রাসাদে ।
গঠনগত দিক থেকে এই রাজবাড়িটির সঙ্গে অনেকটাই মিল আছে মুর্শিদাবাদের হাজারদুয়ারির এই রাজপ্রাসাদ তার দরজার সংখ্যা দিয়ে বিশেষ জায়গা করে নেয় হাজারদুয়ারির সম্মানার্থে এখানে একটি দরজা কম রাখা হয়েছিল তাই এই রাজবাড়ির দরজা সংখ্যা ৯৯৯টি সত্যজিৎ রায়ের ‘গুপি গায়েন বাঘা বায়েন’ সিনেমার শ্যুটিং হয়েছিল এখানে আবার পরে তার ছেলে সন্দীপ রায় এখানে শ্যুটিং করেছিলেন ‘গোসাইপুর সরগরম’ হেতমপুর রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস।
হেতমপুর রাজবংশের প্রতিষ্ঠাতা রাধানাথ চক্রবর্তী তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে ‘মহারাজা’ উপাধি লাভ করেছিলেন রাজবংশের আর এক প্রভাবশালী রাজা ছিলেন রামরঞ্জন চক্রবর্তী তিনি ‘রাজা বাহাদুর’ উপাধি লাভ করেন তাঁর আমলে এই সুবিশাল রাজবাড়ি নির্মিত হয়েছিল তাই এই রাজপ্রাসাদটি রঞ্জন প্রাসাদ নামেও পরিচিত রাজবাড়ির গঠনশৈলী সত্যিই মনোমুগ্ধকর রাজবাড়িটি টুইন প্যালেস অর্থাৎ ডানদিক বাঁ-দিক দু’দিকেই একই রকম দেখতেসময় এগিয়ে চলে আপন গতিতে হেতমপুর রাজবাড়ি আজও ইতিহাস বয়ে নিয়ে চলেছে রাজবাড়ির প্রাচীন মন্দির, রাজবাড়ির ইট, কাঠ, পাথর, কড়িবর্গা, তৈলচিত্র, আসবাবপত্র ৯৯৯টি দরজা আজ সাক্ষ্য দিয়ে চলেছে এই রাজবাড়ির অতীত গৌরবকে।