ভ্রমণ

ব্যস্ত অফিস টাইম থেকে রেহাই পেতে ঘুরে আসুন জঙ্গলে ঘেরা রহস্যময় দেবগ্রাম

Debgram tourism

The Truth of Bengal: আজকের এই কর্মব্যস্ততার যুগে লম্বা ছুটি পাওয়াটা সকলের কাছে খুব দুষ্কর ব্যপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই কর্মজীবন থেকে একটু রেহাই পেয়ে ভ্রমনে যেতে কে না চায়! একদিনের জন্য কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়ায় যায় আর তার মধ্যে সেই অফবিট ডেসটিনেশন যদি থাকে জঙ্গলে মোড়া তাহলে তো অ্যাডভেঞ্চারের শেষ নেই। তাই এবার ঘুরে আসুন রহস্যময় জঙ্গলে ঘেরা নদিয়ার রানাঘাটের নিকটতম গ্রাম দেবগ্রাম থেকে।এই অরণ্য খুব বেশি জায়গা জুড়ে অবস্থান না করলেও  চারিদিকে দেখলে আপনি দেখতে পাবেন প্রকৃতি এখানে সেজে উঠেছে নয়া রূপে। যে দিকেই তাকাবেন শুধুই দেখবেন সাল, সেগুন নানান গাছ ।

এই দেবগ্রাম ফরেস্ট কে বলা হয় নদিয়ার ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল। এই ফরেস্ট যাওয়ার পথে একদিকে পড়বে সবুজ ধানের খেত অন্যদিকে পড়বে উঁচু উঁচু তাল গাছের সারি। আর মাঝ খান দিয়ে চলে গিয়েছে গ্রামীণ রাস্তা। শীত কালে গেলে ধরা দেবে গাছের সবুজ পাতার  ঝড়ে পরার দৃশ্য। এই জঙ্গলের রহস্যময় মায়াবী পরিবেশে আপনি দেখতে পাবেন শেয়াল। একবার যদি শেয়াল আপনাকে দেখে ফেলে তাহলে  বড় বড় গর্ত খুঁড়ে মাটির নিচে গুহার মধ্যে ঢুকে যাবে। জঙ্গলের মধ্যে রয়েছে বিশাল আকার একটি লেক। আপনি চায়লে লেকের ধার বরাবর হাটতে পারেন।

নানান বিচিত্রে ঘেরা দেবগ্রাম ফরেস্ট। লেকের ধার বরা বর হাঁটার পথে শুনতে পাবেন হরেক পাখির সুরেলা শব্দ। কেবল শেয়াল না এখানে দেখতে পাবেন বন্য হনুমান , বাজ পাখি নানান বিশধর সাপ। ভাবছেন তো কিভাবে যাবেন এই রহস্যময় ফরেস্টে? প্রথমে আপনাকে পৌঁছে যেতে হবে রানাঘাট স্টেশন । সেখান থেকে চলে আসুন পান্ডেপাড়া। আর সেখান থেকেই টোটো করে পৌঁছে যান এই দেবগ্রাম ফরেস্টে। রানাঘাটে থাকার জন্য পেয়ে যাবেন একাধিক হোটেল ও লজ তাই আপনি চায়লে দু দিন এই রানাঘাটের দেবগ্রামে সময় কাটিয়ে যেতে পারেন।

Free Access

Related Articles