
The Truth of Bengal: দেশের মধ্যে যদি পর্যটনের মানচিত্র দেখা যায়, তাহলে নিংসন্দেহে সেই তালিকার শীর্ষে থাকতে চলেছে বাংলার নাম। তবে, এই বাংলার বুকেই রয়েছে এমন কিছু অফবিট ট্যুরিস্ট স্পট যা আমাদের দৈনন্দিন জীবনের আলোচনার বিষয় বস্তুও হয়ে ওঠে না। তবে আজ আপনাদের এমন জায়গায় নিয়ে যাব, যেখানে সচরাচর মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় না। জায়গাটি ডাউরি খাল। পুরুলিয়া অবস্থিত এই স্থানটি।
২০০৬ সালে খবরের শিরোনামে উঠে এসেছিল এই জায়গাটি যখন ভয়ানক হড়পা বানেই ভেসে গিয়েছিল তিনটি তরতাজা যুবকের প্রাণ। তবে, সেই স্মৃতিকে ফেলে এসেছে বর্তমানের জনপ্রিয়তা। বাংলা বলেই নয়, দেশের একাধিক প্রান্ত থেকেও মানুষ এখানে আসেন ট্রেকিং করতে। তবে, ডাউরি খালের প্রাকৃতিক সৌন্দর্য্য ব্যাখা করা খুব একটা সহজ নয়। ডাউরি খালের সৌন্দর্য্য মন কাড়তে বাধ্য। জায়গাটিতে গেলে দেখবেন চারিদিকে ছোটো-ছোটো পাহাড় আর তারই মাঝে সবুজের ভরা জঙ্গলের মধ্যেই রয়েছে এই অফবিট লোকেশনটি।
এবারে প্রশ্ন হল আপনি সেখানে যাবেন কী করে? বাঘমুন্ডির কুদনা গ্রাম থেকে দেড় কিমি দূরে অবস্থিত এই নালা। কুদনা গ্রাম থেকে হেঁটেই যেতে হবে আপনাকে। এছাড়া আপনি জঙ্গলের পথ ধরেও যেতে পারেন নালার কাছে। জঙ্গলে আবার হাতি ভয়ও রয়েছে। ভরা বর্ষায় ডাউরি খালা মোটেই সুরক্ষিত নয়। যে কোনও মুহূর্তে বিপদ ঘটতে পারে। তাই ডাউরি খাল যাওয়ার সঠিক সময় এই শীতকাল। পাশাপাশি, থাকা খাওয়ার সু-বন্দোবস্তও রয়েছে সেখানে। হোম স্টে থেকে হোটেল সবই আপনি পাবেন স্বল্প খরচে। তাহলে আর দেরি কীসের ? চটপট ব্যাগ গুছিয়ে নিন আর ঘুরে আসুন বাংলার এই অফবিট ডেস্টিনেশন থেকে।