ভ্রমণ
Trending

জলে কুমির ডাঙ্গায় বাঘ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রোমাঞ্চকর সন্দেশখালি

Come around from Sandeshkhali

The Truth Of Bengal : মাথার উপর নীল আকাশের মাঝ খান দিয়ে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে । আর নীচে সুবিস্তৃত জলরাশি। দুপাশে দাঁড়িয়ে আছে সুন্দরী, গড়ান, গেওয়ার মত নোনা জলের উদ্ভিদ। সুন্দরবনের মধ্যেই প্রকৃতির সৌন্দর্য শোভিত গ্রাম সন্দেশখালি । চারিদিকের সবুজ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে । সৌভাগ্য থাকলে এই সবুজে ঘেরা ম্যানগ্রোভ অরণ্যের মাঝে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের। নৌকায় চড়ে জলের উপর দিয়ে যাওয়ার সময় দুধারে চোখ রাখলে অনেকসময় এই শীতের মরশুমে শুয়ে থাকতে দেখবেন নানা প্রজাতি এবং নানা আকারের কুমীর। শিহরণ এবং রোমাঞ্চ যখন আপনাকে ভাবিয়ে তুলবে ঠিক তখনই হয়ত মুগ্ধতা ছড়িয়ে দেবে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সোনালী রঙের হরিণ। এই অভিজ্ঞতা ভোলার নয়।

প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার মাঝে নৌকায় বসেই আপনি ভাজা মাছ খাওয়ার স্বাদও নিতে পারবেন। লিস্টে রাখতে পারেন কাঁকড়া ভাজা, চিংড়ি ভাজা, পার্সে, ভেটকি । সেই নৌকা বিহারের সময় জঙ্গল থেকে ভেসে আসবে নানা পাখির সুর। আবার হঠাৎ অচেনা পাখির ঝাঁক আপনার সামনে দিয়ে উড়ে যেতে পারে । সেই দৃশ্য ভোলার নয়।

এছাড়াও সন্দেশখালি থেকে আপনি আশেপাশে সজনেখালি, ঝড়খালি, কৈখালীর মত জায়গাও ঘুরে নিতে পারবেন। যেগুলো একই রকম ভাবে সুন্দর। কিভাবে যাবেন? ধর্মতলা থেকে বাসে অথবা ট্রেনে করে ক্যানিং। সেখান থেকে আপনার গন্তব্য বেশি দূর নয়।

 

FREE ACCESS

Related Articles