ভ্রমণ
Trending

চিড়িয়াখানার বিকল্প অফবিট ডেস্টিনেশনে ভগতপুর কুমির প্রকল্প,

Bhagatpur Crocodile Project in an offbeat destination alternative to zoos

The Truth Of Bengal: বাংলাতে এখন তেমন শীত নেই বললেই চলে। রাতের দিকে শীতের অনুভূতি হলেও সকালে সূর্যের আলো পড়তেই যেন সব গায়েব। এই মরশুম ছোটদের সাথে নিয়ে ঘোরার শ্রেষ্ঠ সময়। আর বাচ্চা মানেই ফেভারিট ডেসটিনেশন চিড়িয়াখানা। কিন্তু এই ঘিঞ্জির মধ্যে যদি আলিপুর চিড়িয়াখানায় না যেতে চান তাহলে পৌঁছে যান ভগতপুর কুমির প্রকল্পে।

সবে মাত্র পেরিয়েছে বড়দিন। এই বড়দিনে আট থেকে আশি সকলেই এই শীতের আমেজে মজেছে আলিপুর চিড়িয়াখানায়। তবে এই ঘিঞ্জির মধ্যে কচি কাচাদের নিয়ে আলিপুর চিড়িয়াখানা না যেতে পারলে নানা আকারের কুমির দেখার স্বাদ নিতে চাইলে পৌঁছে যান দক্ষিণ ২৪ পরগনা জেলার ভগতপুর কুমির প্রকল্পে। সুন্দরবন পাথরপ্রতিমায় অবস্থিত এই ভগতপুর কুমির প্রকল্প। যা সুচনা হয়েছিল ১৯৭৬ সালে। কুমিরের ডিম সংগ্রহ করে সেখান থেকে কৃত্রিম উপায়ে উৎপাদন করা হয় কুমির। নানা বয়সের ছোট মাঝারি নানা আয়তনের এবং প্রজাতির কুমির দেখা যায় এই কুমির প্রকল্পে। প্রায় শ’দুয়েক কুমির আছে এখানে।

কুমিরের ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর সেগুলি ১ মিটার হয়ে গেলেই নদীর জলে ছেড়ে দেওয়া হয়। প্রজননের পর কুমির একসাথে ৭০ থেকে ৮০ টি ডিম দেয় আর ঠিক ৩ মাস পর এই ডিম ফুটে বের হয় কুমিরের বাচ্চা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নোনা জলের এই কুমির প্রকল্প ছাড়াও ভগতপুর এলাকার মনোরম পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে। ১৫ – ১৬ ফুটের কুমির একমাত্র দেখতে পাবেন এই কুমির রাজ্যে ।

কলকাতা থেকে কুমির প্রকল্পের দূরত্ব ১১০ কিমি। সুন্দরবনে গেলে অবশ্যই দেখতে ভুলবেন না এই কুমির প্রকল্প। ভাবছেন তো কিভাবে যাবেন? কুমির প্রকল্প যেতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে কাকদ্বীপ, সেখান থেকে বাসে করে পৌঁছে যান পাথরপ্রতিমায় আর পাথরপ্রতিমা থেকে টোটো ধরে পৌঁছে যান ভগতপুর কুমির প্রকল্পে। রাত্রিযাপনের ক্ষেত্রে আপনাকে আসতে হবে কাকদ্বীপে। কাকদ্বীপে পেয়ে যাবেন অসংখ্য সুব্যবস্থা সম্পন্ন হোটেল।

Free Access

Related Articles