ভ্রমণ

অমিতাভ বচ্চন ওয়াটারফলস!, কোথায় আছে জানেন?, যাবেন নাকি দেখতে ?

Amitabh Bachchan Waterfalls!, do you know where it is?, go or see?

The Truth Of Bengal:মৌ বসু , শাহেনশা, বিগ বি কতই নামেই না ডাকা হয় অমিতাভ বচ্চনকে। তাঁর দৈহিক উচ্চতার মতোই তাঁর খ্যাতিও ভুবনজোড়া। বয়স ৮১ হলেও এখনো আপামর দেশবাসীর কাছে ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান’ হিসাবেই পরিচিত অমিতাভ বচ্চন। জয়া ভাদুড়িকে বিয়ে করার সূত্রে তিনি বাংলার জামাই।

এহেন ভুবনজয়ী অভিনেতার নামে রয়েছে আস্ত একটা ঝরনাও। আসল নাম ভেমা ফলস বা ভীম নালা ফলস হলেও ঝরনাটিকে ডাকা হয় অমিতাভ বচ্চন ফলস নামে। উত্তর সিকিমে রয়েছে ঝরনাটি। এটি সম্ভবত সিকিমের উচ্চতম ঝরনা। ঝরনার উচ্চতা দেখে স্থানীয় বাসিন্দারাই এর নামকরণ করেন অমিতাভ বচ্চন ফলস। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১১৮ কিমি দূরে রয়েছে লাচুং নামে ছোট্ট পাহাড়ি গ্রাম। সেখান থেকে ১৩ কিমি দূরে রয়েছে এই ঝরনা।

চুংথাং থেকে ইয়ুমথাং যাওয়ার পথে পড়ে এই ঝরনা। ২০১৯ সালে রাজীব মিত্র নামে এক বচ্চন অনুরাগীর ট্যুইট থেকে জানা যায় অমিতাভ বচ্চন ফলসের কথা। তিনি ওই সপরিবারে ওই ঝরনার সামনে দাঁড়িয়ে নিজস্বী তুলেছিলেন। অমিতাভ বচ্চনেরও নজরে আসে সেই ট্যুইট। টেকস্যাভি বিগ বি রিট্যুইট করে জানতে চান এটি সত্যি কিনা।

Related Articles