অনন্য স্থাপত্যের কীর্তি বিজাপুরের গোল গম্বুজ, ঘুরে দেখবেন নাকি?
A unique architectural feat is the Round Dome of Bijapur

The Truth Of Bengal, Mou Basu : চালুক্যদের হাতে নির্মিত বিজয়পুর বা সিটি অফ ভিক্টরি আজ হয়েছে বিজাপুর। বিজাপুর তালুকের সদর হল বিজাপুর। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর থেকে ৫৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত এই বিজাপুর শহর।
দশম-একাদশ শতকে কল্যাণী চালুক্যদের হাত ধরে পত্তন হয়। চালুক্য সাম্রাজ্যের পতনের পর যাদবদের হাতে যায় এই নগরী। ১৪ শতকে বাহমানি সুলতানদের হাতে যায় এই নগরীর শাসনভার। তুরস্কজাত শাসক আদিল শাহ ইউসুফের হাতে ১৪৮২ সালে যায় এই শহরের শাসনভার। ১৪৮৯-১৬৮৬ সাল পর্যন্ত বিজাপুর ছিল আদিলশাহীদের রাজধানী।
এই সময়কালের মধ্যে মধ্যযুগীয় ইসলামি স্থাপত্য রীতিতে গড়ে ওঠা নানা অনুপম স্থাপত্যের সংগ্রহশালা নগরী বলা যেতে পারে বিজাপুরকে। আদিল শাহর আমলেই বিজাপুরের রমরমা। ৫০-র বেশি মসজিদ, ২০-র বেশি সমাধি আর সমসংখ্যক প্রাসাদ নিয়ে বিজাপুর আজও পর্যটকদের স্থাপত্যকলা দর্শনের তৃষ্ণা মেটাচ্ছে।
নগরীর প্রধান আকর্ষণ হল গোল গম্বুজ। মনে করা হয় বিজাপুরের সত্তা জুড়ে রয়েছে এই গোল গম্বুজ। সপ্তম আদিল শাহ নিজের স্মৃতি সৌধ হিসাবে এটা নির্মাণ করান। ভারতের অন্যতম এই কালজয়ী স্থাপত্য স্তম্ভবিহীন গোল গম্বুজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ। প্রথমটি হল রোমের সেন্ট পিটার্স গির্জা।
বিজাপুরের গোল গম্বুজের উচ্চতা ৬৬ মিটার, ব্যাস ৩৮ মিটার আর ভেতরের পরিসর ১৭০৯ বর্গমিটার। দেওয়াল ৩ মিটার পুরু। হলের দৈর্ঘ্য ও প্রস্ত হল ২৫০ ফুট। ডোমের বেসের নকশা ফুলের পাপড়ির আকারে একটা গ্যালারি রয়েছে। এখান থেকে কোনো শব্দ ১১ বার প্রতিধ্বনি হয় বলে এর আরেক নাম হুইস্পারিং গ্যালারি। কোনো লোহাই ছাড়া এই গোল গম্বুজ তৈরি। সে যুগের স্থপতিদের এরকম অসাধারণ শিল্প দেখলে আজও স্তম্ভিত হতে হয়। গম্বুজের ৪ কোণায় ৭ তলার চার অষ্টকোণ মিনার রয়েছে। আদিল শাহ ও তাঁর পরিজনরা শায়িত রয়েছেন গম্বুজের ভূগর্ভস্থ কক্ষে।
গোল গম্বুজ ছাড়াও বিজাপুরের আরও স্থাপত্য রয়েছে। এর মধ্যে রয়েছে বিজাপুর দুর্গ। ২০০ বছর আদিল শাহী বংশ শাসন করেছে বিজাপুর। বিজাপুর দুর্গের আশপাশে গড়ে ওঠা নগরী বসতিকে দেখে সবাই বিজাপুরকে দক্ষিণ ভারতের আগ্রা বলে। এছাড়াও দ্বিতীয় আদিল শাহর সময় নির্মাণ কাজ শুরু হওয়া অসমাপ্ত বড়া কামান রয়েছে বিজাপুরে। রয়েছে বিশ্বের চতুর্থ উচ্চতম ৮৫ফুট উঁচু দেবাদিদেব মহাদেব শিবের স্ট্যাচু।
FREE ACCESS