
The Truth of Bengal,Mou Basu: যোগাযোগের বড়ো মাধ্যম হয়ে উঠেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নানান গ্রুপের সদস্য হন। কিন্তু অনেক সময়ই দেখা যায় আমরা না চাইলেও, ইচ্ছে না থাকলেও অবাঞ্ছিত অপ্রয়োজনীয় নানান হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অ্যাড বা যোগ করা হয়েছে। এক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বড়ো হয়ে দাঁড়ায়। কারণ, আপনি না চাইলেও আপনার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য অচেনা অজানা মানুষের হাতে গিয়ে পড়ে। সেক্ষেত্রে কী করবেন—
অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা অবাঞ্ছিত অপ্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে গেলে কীভাবে বেরিয়ে আসবেন–
নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
ডানদিকের ওপরে ৩টি ডট আছে। ওখানটা ক্লিক করুন।
সেটিংস অপশনে ক্লিক করুন।
প্রাইভেসি অপশনে গিয়ে ক্লিক করে গ্রুপস অপশনে যান।
আপনার সামনে ৩টি অপশন খুলে যাবে। একটা দেখাবে ”Everyone”, যে কারোর কাছে আপনার ফোন নম্বর থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার আমন্ত্রণ জানাতে পারবে।
আরেকটা অপশন হল “My contacts”, এই অপশনে আপনার স্মার্টফোনে যাদের নম্বর সেভ আছে তারাই একমাত্র আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে।
তৃতীয় অপশন হল ” My contacts except…”, তৃতীয় অপশনের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনে সেভ থাকা ব্যক্তিদের নামের তালিকা প্রস্তুত করতে পারবেন। এই অপশন চালু থাকলে তালিকায় নাম থাকা ব্যক্তিরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না।
এছাড়াও আরও কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া—
গ্রুপের সেটিংস নিয়ন্ত্রণ করবেন গ্রুপের অ্যাডমিন। কোন মেসেজ পাঠানো যাবে কাকে গ্রুপের সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো যাবে, এসব নিয়ন্ত্রণ করা যাবে।
যদি আপনি অস্বচ্ছন্দ বোধ করেন তাহলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসুন। গ্রুপ ইনফোতে থাকা ”Exit Group” অপশনে ক্লিক করুন।
যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবমাননাকর, অপমানজনক, হিংসাত্মক কিছু দেখেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারেন।