প্রযুক্তি

সিম কার্ড বিনাই করা যাবে মেসেজ, শিগগিরই নয়া ফিচার আনতে চলেছে বিএসএনএল

You can send messages without a SIM card, BSNL is going to bring a new feature soon

Truth Of Bengal: মৌ বসু: বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল আনতে চলেছে নয়া ফিচার। প্রাকৃতিক দুর্যোগের সময় নেটওয়ার্কের অভাবে অনেক সময়ই মোবাইল গ্রাহকরা জরুরি ফোন করতে পারেন না।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) একটি নতুন সার্ভিস টেস্টিং শুরু করেছে। এই নতুন পরিষেবা চালু হওয়ার পর মোবাইল ব্যবহারকারীরা সিম কার্ড ছাড়াই মেসেজ করতে পারবেন। এই বিশেষ নতুন ফিচার (D2D) প্রযুক্তির মাধ্যমে কাজ করবে বলে মনে করা হচ্ছে। মোবাইল সরাসরি কোনো স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং এর ফলে সিম কার্ড ছাড়াই মেসেজ পাঠানো যাবে।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2024 ইভেন্টের মাধ্যমে বিএসএনএল তাদের নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত জানিয়েছিল। ভালো কানেক্টিভিটি দেওয়ার জন্য স্যাটেলাইট এবং মোবাইল নেটওয়ার্ক যোগ করে বিএসএনএল ‘ডাইরেক্ট টু ডিভাইস সার্ভিস’ তৈরি করেছে এবং Viasat এর সঙ্গে হাত মিলিয়ে এটি তৈরি করা হচ্ছে। কবে থেকে নয়া পরিষেবা বাণিজ্যিক ভাবে শুরু হবে এনিয়ে অবশ্য বিএসএনএলের তরফে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি।

Related Articles